শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুর সীমান্ত থেকে মদ এবং বিভিন্ন প্রকার আমদানী নিষিদ্ধ ট্যাবলেটসহ ভারতীয় ফল আটক

BGBদিনাজপুর প্রতিনিধি : গতকাল ২৪ জানুয়ারি ভোরে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল লুৎফুল করিম, ইঞ্জিনিয়ার্স এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাবিলদার বুদ্ধিমন্ত মজুমদার এর নেতৃত্বে একটি টহল দল বিরামপুর থানার হাকিমপুর নামকস্থানে ওৎ পেতে থাকে। পূর্বের তথ্যানুযায়ী একজনকে বস্তা মাথায় সীমান্ত এলাকা হতে মেইন রোডের দিকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে টহল দলের উপস্থিতি টের পেয়ে লোকটি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে টহল দল ৯৬ টি ভায়াগ্রা ট্যাবলেট, ১০০ টি সেনেগ্রা ট্যাবলেট, ৫০০ টি সিপ্রোহেপ্রাডিন ট্যাবলেট, ৪৯,০০০ টি প্রাকটিন ট্যাবলেট, ১২ বোতল বিদেশী মদ, ০৫ লিটার দেশী মদ, আটক করতে সক্ষম হয়।

এ ছাড়াও একই দিন ভোরে হাবিলদার মোঃ আবু বকর এর নেতৃত্বে একটি টহলদল বিরামপুরের লক্ষীপুর নামক স্থানে পূর্বের তথ্যানুযায়ী কার্টুন বোঝাই ২টি ভ্যান সীমান্ত এলাকা হতে আসতে দেখে টহল দলচ্যালেঞ্জ করলে মালামালের মালিক ভ্যানে বোঝাই কার্টুনগুলো ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে টহলদল  ৪০০ কেজি ভারতীয় কেনু ফল এবং ১৬ কেজি আঙ্গুর ফল আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদকদ্রব্য,আমদানী নিষিদ্ধ ট্যাবলেট এবং ভারতীয় ফলের আনুমানিক মূল্য- ১২,৭৭,৯০০/- (বার লক্ষ সাতাত্তর হাজার নয় শত) টাকা বলে বিজিবি জানায়।

আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে রাখা হয়েছে এবং বিভিন্ন প্রকার আমদানী নিষিদ্ধ ট্যাবলেট ও রাজস্ব ফাঁকি দিয়ে আমদানীকৃত ফলসমুহ সিজারের মাধ্যমে দিনাজপুর শুল্ক গুদামে জমা করা হয়েছে।

Spread the love