শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করলেন দিনাজপুর জেলা প্রশাসক

Dcদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, অটিজম একটি ডেভেলপমেন্ট ডিজওয়ার্ডার যা সাধারণ শিশুদের প্রথম তিন  বছরের মধ্যে প্রকাশ পেয়ে থাকে। মস্তিস্কের বিকাশে প্রতিবন্ধকতা ও মস্তিস্কের কিছু অস্বাভাবিক গঠন লক্ষ করাই হচ্ছে অটিজম। অটিজম চিকিৎসার ক্ষেত্রে পরিবার বিশেষত বাবা মায়েদের ভুমিকা গুরুত্বপুর্ন। প্রয়োজন সর্বস্তরের সচেতনতা বৃদ্ধি যা পরিবার থেকেই করতে হবে। বতর্মান সরকার অটিজম নামক প্রতিবন্ধকতা সফল ও সার্থকভাবে মোকাবেলা করার লক্ষ্যে সরকার বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।

‘‘ অটিজম সচেতনতা বৃদ্ধিতে সবাই’’ এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বুধবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আহসানুল হক চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় লোকভবনে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ নুরুল হুদা, জেলা তথ্য অফিসার আবুল কালাম মোঃ শামসুদ্দীন, উপজেলা সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম, দিশারী প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার স্টেফিন মুর্মু। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের পরিমল হেম্ব্রম, সিডিএর পক্ষে অনামিকা পান্ডে ও মমতা পল­x উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী। প্রধান অতিথি রচনা প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে উদ্যোগ সংস্থাসহ  অন্যান্য প্রতিবন্ধী সংস্থার শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সভা পরিচালনা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডাঃ রেজওয়ানা পারভীন।

Spread the love