বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিসিকের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি :বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) দিনাজপুরের উপ-মহাব্যবস্থাপক মোঃ আঃ মজিদ বলেছেন প্রশিক্ষণ হচ্ছে লেখা-পড়ার জ্ঞানকে কাজের জন্য বাস্তবে রূপান্তরিত করা। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই হচ্ছে বিসিকের মুল লক্ষ্য ও উদ্দেশ্য।

সোমবার বিসিক দিনাজপুরের নৈপুন্য বিকাশ কেন্দ্র পুলহাটস্থ নিজস্ব হলরুমে ৪ মাস ব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং এন্ড মটর ওয়েল্ডিং  প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। স্বাগত বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপক মোঃ মকবুল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী মোঃ জহুরুল হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিসিক, নৈবিকে’র সহকারী প্রকৌশলী নীরেন্দ্র নাথ রায় চৌধুরী। উক্ত ৪ মাস ব্যাপী প্রশিক্ষণে মোট ২০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করছে।

 

Spread the love