শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে আদিবাসী কিশোরীদের সংলাপ বিষয়ক কর্মশালা

RDRSমোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জে গত বৃহস্পতিবার আদিবাসী কিশোরীদের সংলাপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সিড্স প্রজেক্টের আয়োজনে ও স্ট্রম ফাউন্ডেশনের অর্থায়নে আদিবাসী কিশোরীদের সংলাপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন মোছাঃ সেলিনা আক্তার, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, সুজালপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার হুজ্জাতুল ইসলাম, সমাজ সেবা অফিসার মতিয়ার রহমান, রিসোর্স সেন্টারের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প সমন্বয়কারী তামীম আহমেদ, কর্মসুচী ব্যবস্থাপক হাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান, শরৎ চন্দ্র বর্ম্মন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মীর কাসেম লালু, জীববৈচিত্র্য প্রকল্প ব্যবস্থাপক শাহাদত হেসেন, প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার বর্ম্মন, সহকারী ম্যানেজার ফারহানা মাহ্মুদ, নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুদ আল জান্নাত, সরকারী/বেসরকারী ও সাংবাদিকসহ  বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

Spread the love