শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে উপজেলা নির্বাচনে ব্যানার লিখা ধুম পড়েছে। কয়েক লক্ষ টাকার ব্যবসা

Upzalaবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ আসন্ন উপজেলা নির্বাচনে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিক বরাদ্ধের পর ব্যস্ত হয়ে পড়েছে ছাপা খানা এবং ব্যানার লিখার জন্য বিভিন্ন আর্ট দোকান গুলি। এতটুকু ফুসরত নেই। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেই চলেছে তারা। পাশাপাশি বসে নেই মাইক এবং পরিবহন ব্যবসায়ীরা।

গত দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্যবসা না হলেও এবার কয়েক লক্ষ টাকার ব্যবসা হবে বলে ছাপা খানা, ব্যানার লিখা আর্ট দোকান, মাইক এবং পরিবহন মালিক আশা প্রকাশ করছেন।

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪জন প্রতিদ্বদন্দিতা করছেন।

ছাপাখানা মালিক মোঃ বাবুল হোসেন জানান, অত্যাধুনিক ডিজিটাল যন্ত্রপাতি আসায় আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি। দীর্ঘদিন ধরে অনেকটা বেকার ছাপাখানা মালিকরা। নির্বাচনের সময় ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চলে।

পলি আর্ট ফার্মের মালিক সচিন চন্দ্র রায় একই কথা বলেন। তিনি জানান এখন হাতে লিখা ব্যানারের কদর কমেছে। সবাই ডিজিটাল ব্যানার ব্যবহার করে। আচরন বিধির কারণে শুধু নির্বাচনে ব্যতিক্রম। 

Spread the love