শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে এবার পূজা হবে ১৫৯ মণ্ডপে

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মূল পর্ব শুরু হবে আগামী ১লা অক্টোবর। তাই মা দুর্গাকে সাজাতে ব্যস্ত  কারিগররা। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু হতে আর দু’ একদিন বাকী। আগামী ২ লা অক্টোবর থেকে শুরু হবে দুর্গোৎসবের মূল অনুষ্ঠান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দিনাজপুরের বীরগঞ্জে প্রতিবছরের মতো এবারও স্বাড়ম্বরে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। এবার এখানে পূজার সংখ্যা তিনটি বেড়ে হয়েছে ১৫৯টি। শারদীয় দুর্গোৎসব কে সামনে রেখে উৎসব উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গোৎসব নিয়ে উপজেলা সদর পৌরসভা ও শিবরামপুর, পলাশবাড়ী,শতগ্রাম,পাল্টাপুর,সুজালপুর, নিজপাড়া,মোহাম্মদপুর,ভোগনগর,সাতোর,মোহনপুর, মরিচা ইউনিয়নের প্রত্যান্ত গ্রামের প্রতিটি পাড়া-মহল্লায় চলছে সাঁজ সাঁজ রব। পূজার আনন্দকে ভাগাভাগি করে নিতে পূজারী থেকে শুরু করে কর্মব্যস্ত সময় পার করছে দোকানীসহ প্রতিমা শিল্পীরা। আলোক সজ্জার সাথে মন্দিরে -মন্দিরে প্রতিমা শিল্পীর রঙ তুলির আছড়ে যেন জীবন্ত হয়ে উঠেছে সুদর্শন প্রতিমাগুলো। সব মিলিয়ে প্রতিটি এলাকাজুড়ে নেমে এসেছে মহাআনন্দের ছোয়া। তবে এক্ষেত্রে সকল আনন্দকে সর্বোত্তম জায়গায় এগিয়ে নিতে সর্বশেষ পরিশ্রম মূলে রয়েছে প্রতিমা তৈরির কারিগররা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল দেব শর্ম্মা জানান, উপজেলায় পূজা মণ্ডপ ১৫৯টি, এবছর কোনো স্থানে ঘট পূজা হচ্ছে না। তবে ১৫৯ টি গুরুত্বপূর্ণ, অতিগুরুপূর্ণ ও সাধারণ তিন কেটাগরিতে প্রতিমা পূজা অনুষ্ঠিত হবে। ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে সার্বজনীন এই ধর্মীয় উৎসব। ৫ অক্টোবর দেবীদুর্গা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। উপজেলার বিভিন্ন মন্ডপে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষী, স্বরসতী, গণেশ ও কার্তিকের প্রতিমা। মন্ডপে,মন্ডপে  চলছে অবকাঠামো তৈরির কাজ, কোথাও চলছে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ, আবার কোথাও শুরু হয়েছে রংয়ের কাজ। উৎসব দুর্গা পূজা ঘনিয়ে আসায় যেনো দম ফেলার ফুসরত নেই বীরগঞ্জের প্রতিমা তৈরির কারিগরদের।প্রতিমা তৈরির কাজে দিনরাত ব্যাস্ত সময় পার করছেন মৎশিল্পীরা। উপজেলার বিভিন্ন মন্ডপে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষী, স্বরসতী, গণেশ ও কার্তিকের প্রতিমা। মন্ডপে,মন্ডপে  চলছে অবকাঠামো তৈরির কাজ, কোথাও চলছে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ, আবার কোথাও শুরু হয়েছে রংয়ের কাজ। বীরগঞ্জ উপজেলা সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃৎশিল্পী সাগর পাল জানান, গত কয়েক বছর থেকে প্রতিমা তৈরির কাজ নাই বলেই চলে। এবছর  ২ টি কাজ পেয়েছি, একটি সুজালপুর সর্বজনীন কালিতলা দুর্গা মন্দির ও আদিবাসীপাড়ার সর্বজনীন দুর্গা মন্দির। কাজের অভিজ্ঞতার কথা জিজ্ঞেসা করলে তিনি জানান, প্রায় ১৫ বছর থেকে এই কাজে যুক্ত রয়েছি। এবছর দুটি কাজের মজুরি ধরা হয়েছে ৫০-৬০ হাজার টাকা। বর্তমানে বাজারে সব জিনিসপত্রের দামের অস্থিতিশীল অবস্থা, খরচ বাদ দিয়ে ২০ হাজার টাকার মতো টিকবে বলে আশা রাখছি। সাগর পাল তার পিতা বলরাম এর কাছে প্রতিমা তৈরির কাজে সহযোগীতা করতেন। তার বাবাও তিনটি কাজ পেয়েছেন, একটি নতুনপাড়া সর্বজনীন দুর্গা মন্দির ও সাতোর ইউপির প্রাণগনরে। বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পী জানান,এবছর শারদীয় দুর্গোৎসবের ব্যাপক উৎসব উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েক বছরের তুলনায় এবছর হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সুষ্ঠু সুন্দর করতে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ১৫৯টি দূর্গা মন্দিরের ৫শ কেজি করে জি.আর চালের ডি.ও বিতরণ করেছেন স্থানীয় সাংসদ মনোরঞ্জন শীল গোপাল। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

Spread the love