বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে এসএসিডি এ্যাওয়ার্ড ২০২১ প্রদানের আহব্বায়ক কমিটি গঠন

খগেশ রায় রতন, ষ্টাফ রিপোর্টার : গত কয়েক বছর থেকে স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব বীরগঞ্জ দিনাজপুর সংগঠন নিয়মিত এসএবিডি এ্যাওয়ার্ড প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় এবছরও সংগঠনটি এ্যাওয়ার্ড প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এবং ইতিমধ্যে আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে। এসএবিডি এ্যাওয়ার্ড ২০২১ প্রদানের জন্য বিশিষ্ট গবেষক, লেখক ও কবি বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম মাসুদুল হক কে আহবায়ক করে মোট পাঁচ সদস্যের একটি এ্যাওয়ার্ড মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অনান্য সদস্যরা হলো প্রশান্ত সেন- শিক্ষক, বীরগঞ্জ সরকারি কলেজ মোঃ আব্দুর রাজ্জাক- গণমাধ্যম কর্মী ও সম্পাদক, বীরগঞ্জ প্রতিদিন সোহেল আহমেদ- সমাজসেবক ও এসএবিডি এ্যাওয়ার্ড প্রাপ্ত মোঃ মাহমুদুল হাসান- সিনিয়র মৎস্য অফিসার ও এসএবিডি উদ্যোক্তা এ বিষয়ে এসএবিডি সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ হাসান আসিফ জানান বীরগঞ্জের ভাবমূর্তি উজ্জ্বল করে, বীরগঞ্জের জন্য কল্যাণমূলক ও মানবিক কাজ করেছে/করছে এবং বীরগঞ্জের নাগরিক অথবা বীরগঞ্জে অবস্থান করেছে/করছে এমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হবে (SABD সংবিধান, ধারা-১৬ অনুযায়ী)। আমরা ইতিমধ্যে পাঁচ সদস্যদের একটি বিজ্ঞ এ্যাওয়ার্ড মূল্যায়ন কমিটি গঠন করেছি। কমিটির সম্মানিত আহ্বায়ক ও অন্যান্য সদস্যরা তাদের কাজ শুরু করেছে। এ্যাওয়ার্ড প্রাপ্তির আবেদন ফরম ও প্রকাশ করা হয়েছে যতটুকু জেনেছি বেশ কয়েকজন আবেদন করছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে নিঃসন্দেহে আরো অনেকেই আবেদন করবে। সকল আবেদন মূল্যায়ন ও এ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ সহ সংশ্লিষ্ট সকল কাজ আমাদের মূল্যায়ন কমিটি করবেন।

Spread the love