শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে এসকেএসের উদ্যোগে বিজয় দিবসের র‌্যালী ও আলোচনা সভা

Sks-01বীরগঞ্জ (দিনাজপুর)সংবাদদাতাঃ বীরগঞ্জে এসকেএসের উদ্যোগে বিজয় দিবসের র‌্যালী, বইপড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক কল্যাণ সংস্থা (এসকেএস) শিশু ও নারী অধিকার এ্যাডভোকেসি প্রোগ্রামের উদ্যোগে ইউসেপ বাংলাদেশের সহযোগিতায় বীরগঞ্জ কার্যালয় চত্বর হতে মহান বিজয় দিবস উপলক্ষে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কার্যালয়ের সামনে এক বইপড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সামাজিক কল্যাণ সংস্থা (এসকেএস) প্রোগ্রাম কো-অডিনেটর মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিচারক হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ফেলানপুর রেনেঁসা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ নার্গিস আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন সামাজিক কল্যাণ সংস্থা (এসকেএস) শিশু অধিকার এ্যাডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান, নারী অধিকার এ্যাডভোকেসি অফিসার মোছাঃ রাণী বেগম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরম্নস্কার প্রদান করেন। অনুষ্ঠানে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের শিশু সদস্যরা অংশগ্রহণ করেন।

Spread the love