শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে জন্ম নিবন্ধন প্রচার অভিযান

বীরগঞ্জ প্রতিদিন: শতভাগ জন্মনিবন্ধন ও অপুষ্টি দুর করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির উদ্যোগে প্রচার অভিযান কার্যক্রম শুরু। অনুষ্ঠানে গ্রামের ৫ বছরের নিচে মোট ৩২৭১জন শিশু ও পিতামাতা উৎসাহের সাথে অংশগ্রহন করে।

উপজেলার ৪টি ইউনিয়নের  মোট ২৮ টি গ্রামে এবং পৌরসভার ৩টি ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনদের  সহায়তায় শতভাগ জন্মনিবন্ধন ও অপুষ্টি দুর করার লক্ষ্যে ব্যাপক প্রচারাভিযান কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে জন্ম নিবন্ধনের গুরুত্ব তুলে ধরা হয় এবং শিশুর বুদ্ধি বৃত্তিয় বিকাশ সাধন, সার্বিক উন্নয়ন ও অপুষ্ট শিশু চিহ্নিত করার লক্ষে ওজন ও উচ্চতা নেয়া হয়। পরবর্তীতে এদের অংশগ্রহণে পুষ্টি কার্যক্রম পরিচালিত হবে। সকল পিতা মাতা তাদের সন্তানের জন্ম নিবন্ধন ও টিকা কার্ড নিয়ে নিজ গ্রামের নির্ধারিত স্থানে উপস্থিত হয় এবং ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে উৎসাহ স্বরূপ সবাইকে পুষ্টি বার্তা সংবলিত ছাতা ও টুপি উপহার দেয়া হয়। প্রত্যেক গ্রামে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং গন্যমান্য বাক্তি বর্গ সক্রিয় ভাবে অংশগ্রহন করে এবং আয়োজনকে ধন্যবাদ জানায়।

Spread the love