শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু স্বাস্থ্য এখনই প্রচারাভিযান

Child Healthবীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ ‘‘শিশু স্বাস্থ্য এখনই’’ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ওয়ার্ল্ড ভিশন সারা পৃথিবীতে প্রচার শুরু করেছে। এটা বাংলাদেশের ক্ষেত্রে আরও বেশী  প্রযোজ্য, কারণ বাংলাদেশ ডেমোগ্রাফিক ও স্বাস্থ্য জরিপ ২০১১ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার প্রতি হাজারে ৫৩ জন। আমাদের দেশের শিশু মৃত্যুর অন্যতম কারণ হিসেবে নিউমোনিয়া, ডাইরিয়া, প্রসবজনিত জটিলতা ও অপুষ্টিকে দায়ী করা হয়।

একই জরিপের তথ্য অনুযায়ী ১ লক্ষ গর্ভবতী মায়ের মধ্যে ১৯৪ জন মা প্রসবকালীন সময় মারা যাচ্ছে। অনেক সময় তাদেরকে হাসপাতালে না নিয়ে বাড়ীতে রেখেই অনভিজ্ঞ ধাত্রী দ্বারা প্রসব করানোর সময় মা ও শিশুর মৃত্যু হচ্ছে। সুতরাং নিজ নিজ অবস্থান থেকে মা ও শিশুর কল্যাণে আমাদের সকলের সচেতনতা বৃদ্ধিসহ শিশু ও মায়ের মৃত্যু রোধে বীরগঞ্জ এডিপির কর্ম এলাকায় ক্যাম্পেইন প্রচার করেছে।

‘‘এক সাথে আমরা প্রতিরোধ যোগ্য শিশুর মৃত্যু রোধ করবো, পাঁচ বছরের কম বয়সে , সকল শিশু বাঁচবে হেসে, শিশুর স্বাস্থ্য এখনই’’ এই প্রচারাভিযান চলার বিভিন্ন এলাকার মা ও শিশুরা সহ সবাই দুই হাত তুলে সমর্থন করেন।

 

Spread the love