শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালন

SAMSUNG CAMERA PICTURESবীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ ‘গ্লোবাল অ্যাকশন সপ্তাহ-২০১৪’-এর প্রতিপাদ্য Education and Disability and Equal Right, Equal Opportunity যার অর্থ দাঁড়ায় শিক্ষা ও প্রতিবন্ধিতা , সমঅধিকার ও সমসুযোগ এই শীর্ষক প্রতিপাদ্যকে সামনে নিয়ে বীরগঞ্জ এ ডি পি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা ক্যাম্পেইন প্রচার করে। প্রতিবন্ধী শিশুর শিক্ষার বিষয়টি প্রাধান্য দিয়ে এবং তাদের শিক্ষার অধিকার কার্যকরভাবে নিশ্চিত করার জন্য ভ্রাম্যমান সাংস্কৃতিক দল বীরগঞ্জ এডিপির কর্ম এলাকার বিভিন্ন স্কুলগুলোতে ক্যাম্পেইন প্রচার করে। উক্ত প্রচারাভিযান চলার সময় স্কুল শিক্ষার্থী সহ সবাই দুই হাত তুলে সমর্থন করেন। ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো: আব্দুল খালেক সরকার এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বীরগঞ্জ এডিপির, সিনিয়র এডিপি ম্যানেজার এডভেন্ট ট্রিপলেন্ড। এছাড়াও উপস্থিত ছিলেন বীরগঞ্জ এডিপির শিশু কল্যান প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বানার্ড কুজুর, প্রজেক্ট অফিসার জেনী দারিং,নিরঞ্জন বর্মন,(HPO) আলোবতি সরেন, সমন্বিত গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও শিক্ষক সংগঠনসমূহের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এসএমসি সদস্য, সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। ভ্রাম্যমান সাংস্কৃতিক দলটি বীরগঞ্জ এ ডি পি হয়ে আরিফ বাজার প্রেম বাজার, কল্যানী, চৌধুরী হাট, লাটের হাট, গোলাপগঞ্জ বাজার, বীরগঞ্জ শহীদ মিনার চত্বর, সনকা হাট, কুরিটাকিয়া, বেলতলী হাট হয়ে সাদুল্ল্যাপাড়ায় এসে শেষ করে।

 

Spread the love