শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে কলেজ ছাত্রী হত্যা মামলায় ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগপত্র পেশ

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে কলেজ ছাত্রী রুমানা আক্তার মৌ (১৮) কে হত্যা মামলায় প্রেমিক মাহফুজ আলম মানিকের বিরুদ্ধে ম্যাজিষ্ট্রেট আদালতে চুরান্ত অভিযোগপত্র পেশ করা হয়েছে। বীরগঞ্জ থানার এসআই গাবুর আলী সরদার জানান, উপজেলার বড় শীতলাই গ্রামের আব্দুল মালেকের মেয়ে ও ঠাকুরগাঁও সরকারী কলেজের ছাত্রী রুমানা আক্তার মৌ (১৮) কে গত ১৭ জুলাই রাত সাড়ে ৮টায় উপজেলা সদর থেকে ১৮কিলোমিটার উত্তর পশ্চিমে ভোগনগর ইউনিয়নের প্রত্যন্ত পল্লী এলাকা নওগা নাপিত পাড়ার নির্জন মাটির রাস্তায় অজ্ঞাত খুনিরা জবাইয়ের পর পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করতে মাথা ও মুখমন্ডল থেতলে দিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার ওসি প্রশাসন মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এসআই গাবুর আলী সরদারের সহযোগিতায় একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল লিপিবদ্ধ করে লাশের পাশে পরে থাকা উদ্ধারকৃত খাতায় তার নাম ঠিকানা পেয়ে পরিবারকে সংবাদ দেওয়া হয়। নিহত কলেজ ছাত্রীর বাবা মোঃ অব্দুল মালেক জানান, বিকেলে ঈদের কেনাকাটা করার জন্য বীরগঞ্জ পৌর শহরে যায় রাতে পুলিশের কাছে তার হত্যার সংবাদ জানতে পারি। পরে ঘটনাস্থলে পৌছে লাশটি তার মেয়ে বলে নিশ্চিত করেন। পুলিশ হত্যাকান্ডের মোটিভ উদ্ধারের তৎপরতা শুরু করে ও ঢাকা থেকে রুমনার মোবাইলের কললিষ্ট মোতাবেক ঐদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭-৪৬ মিনিট পর্যন্ত চাকাই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাহফুজ আলম মানিক রুমানার মোবাইলে সর্বোচ ২হাজার ৫শত সেকেন্ড কথা বলার সুত্র ধরে তাকে গ্রেফতার করলে সে নিদির্ধায় হত্যা করার ঘটনা স্বীকার করে জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে জবানবন্দি দেয়। মামলার তদন্তকারী অফিসার ২৬ জন স্বাক্ষীর জবানবন্দী রেকর্ড করেন এবং মামলার আলামত (নুতন দা, পেট্রেলে বোতল, পটেটোর প্যাকেট) তথ্য-উপাথ্য সংগ্রহ করে সন্দিহাতিত ভাবে মামলার সত্যতা পেয়ে দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে নিহত রুমানা আক্তার মৌ’র প্রেমিক মাহফুজ আলম মানিকের বিরুদ্ধে বিচার করার জন্য ১৪৮(১০)১৫নং-চুরান্ত অভিযোগপত্র পেশ করেছেন।

Spread the love