বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে কৃষক-কৃষাণীদের অভিজ্ঞতা বিনিময় ভ্রমন

মো. আব্দুর রাজ্জাক॥ নিরাপদ সবজি উৎপাদনের আধুনিক কলা-কৌশল এবং প্রযুক্তি সম্পর্কে কৃষক-কৃষাণীদের অবহিত করণের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে শনিবার দিনব্যাপী কৃষক অভিজ্ঞতা বিনিময় ভ্রমন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট-২য় পর্যায় প্রকল্প পরিচালক মৃত্যুঞ্জয় রায়, মনিটরিং অফিসার মাহফুজ সোহাগ, বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার আবুরেজা মোঃ আসাদুজ্জান, কাহারোল উপজেলা ইউএও আবু জাফর মোঃ সাদেক, খানসামা উপজেলা এইও ইয়াসমিন আকতার এবং বিরল উপজেলা এইও কাওসার আহম্মেদ।

সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট-২য় পর্যায় প্রকল্প পরিচালকের নেতৃত্বে বীরগঞ্জ, কাহারোল, খানসামা এবং বিরল উপজেলার ৪জন কৃষি কর্মকর্তা, ৪জন এসএপিপিও, ২৪জন কৃষক এবং ২৪জন কৃষানী বীরগঞ্জ উপজেলার সাতোর মডেল ইউনিয়ন পরিদর্শন করেন।

Spread the love