বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে ক্ষুদ্র জাতিসত্তা নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ভূক্ত জনগোষ্ঠীর মাঝে চেক বিতরণ

Birganjডি রায় বাবুল বীরগঞ্জ (দিনাজপুর) থেকে : বীরগঞ্জে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ক্ষুদ্র জাতিসত্তা নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ভূক্ত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সরকারী আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রানালয়ের অধীনে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ক্ষুদ্র জাতিসত্তা নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ভূক্ত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সরকারী ভাবে ৫হাজার টাকা করে ৩৭জনকে চেক বিতরণ করা হয়েছে। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-০১ (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষুদ্র জাতীসত্ত্বা নৃ-গোষ্ঠি সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে বদ্ধ পরিকর। এ সম্প্রদায়কে সামাজিকভাবে উঠিয়ে আনার জন্য সরকার কাজ করে যাচ্ছেন। স্বাধীনতার ৪২বছর পর শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে আদিবাসী নৃ-গোষ্ঠির জান মাল রক্ষায় এবং সমাজে প্রতিষ্ঠিত করতে নানা উন্নয়ন মূলক কাজ হাতে নিয়েছেন। আজকে আদিবাসীদের জমিজমা প্রভাবশালীদের দখলে। তারা নানাভাবে সহজ সরল মানুষদের ঠকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে, নির্যাতন চালিয়ে, ভূয়াদলিল সৃষ্টির মাধ্যমে জমাজমিগুলো কৌশলে দখল করে নিয়ে ভিটাবাড়ী থেকে উচ্ছেদ করছে। যার কারণে তারা অধিকাংশ সময় এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে  মানবেতর জীবন যাপন করে থাকে। শেখ হাসিনা সরকার এই অবস্থা থেকে আদিবাসী নৃ-গোষ্ঠি সম্প্রদায়কে রক্ষা এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা যেন নির্যাতিত না হোন তার জন্য আপনাদের সজাগ থাকতে হবে। কোন প্রভাবশালী মহল আপনাদের হয়রানীর শিকার করার চেষ্টা করলে একযোগে তা প্রতিরোধ গড়ে তুলবেন। তিনি শাঁওতাল বিদ্রোহের কথা স্বরণ করে বলেন অতিতে যে কোন আন্দোলন সংগ্রামে আদিবাসীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। সিধু, কানু তার উদাহরণ। তারা ভারত বর্ষের ঐতিহ্য। আজকে তাদের আদর্শকে ধারণ করে আপনাদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রোকনুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য অফিসার মোঃ হুমায়ুন কবির। এ সময় মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিনেশ চন্দ্র মহন্ত, সুজালপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মাষ্টার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love