শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে গাফুর-কাঞ্চন ইসলামিক কিন্ডারগার্টেন-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

Birgonj- Gofur-11মোঃ মীর কাসেম লালুঃ দিনাজপুরের বীরগঞ্জে গত শনিবার সকাল ১১ টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করলো গাফুর-কাঞ্চন ইসলামিক কিন্ডারগার্টেন ।

বীরগঞ্জের বিবি কাঞ্চন চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সমাজসেবক ডা. এম এ লতিফ আধুনিক শিক্ষা ব্যবস্থা সকলের কাছে পেৌঁছে দেওয়া এবং শিক্ষার্থীদের শুরুতেই নৈতিকতাবোধ তৈরী করার লক্ষে পৌর শহরের আরিফ বাজার এলাকায় গাফুর-কাঞ্চন ইসলামিক কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর জাতীয় পতাকা উত্তোলনের পর ফিতা কেটে আনুষ্ঠানিক গাফুর-কাঞ্চন ইসলামিক কিন্ডারগার্টেন উদ্বোধন ঘোষনা করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক ডা.এমএ লতিফের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাফুর-কাঞ্চন ইসলামিক কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কল্যানী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার। বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ইংরাজী প্রভাষক ও পৌর আ’লীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ খয়রম্নল ইসলাম চৌধুরী, সুজালপুর ইউপি চেয়ারম্যান নুরম্নল ইসলাম মাষ্টার, পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আলহাজ্ব আসগর আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাঈন উদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক আবুসামা মিঞা, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবেদ আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, গাফুর-কাঞ্চন ইসলামিক কিন্ডারগার্টেনের সহকারী পরিচালক আব্দুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

Spread the love