শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে ডলোচুন ব্যবহারের উপর ভিডিও প্রদর্শনী

আরডিআরএস বাংলাদেশ বীরগঞ্জ এর বিভিন্ন ইউনিয়নের হাট বাজারে এফপিবিপি প্রকল্পের মাধ্যমে অধিক ফলনের জন্য ডলোচুনের প্রভাব বিষয়ক ডকুমেন্টরি চিত্র ভিডিও শো এর মাধ্যমে প্রদর্শন করছে। এতে কৃষকদের মধ্যে ডলোচুনের ব্যবহার বিষয়ে যথেষ্ট আগ্রহ বাড়ছে প্রদর্শনী প্রদর্শনে নিয়োজিত আছেন এফপিবিপি প্রকল্পের ব্যবস্থাপক (শষ্য) মোঃ হাসানুজ্জামান এবং মাঠ প্রশিক্ষক মোঃ নাজমুল হোসেন উক্ত প্রতিটি প্রদর্শনীতে ১০০ জন কৃষককে ৪ কেজি ডলোচুন এবং ১ শতক জমি মাপার জন্য ২৬ মিটার রশি বিতরন করা হয় । ডকুমেন্টরী চিত্র দেখানোর জন্য মাইকিং এর মাধ্যমে একত্রিত করে ভিডিও চিত্র দেখানো হয়, মাইকিং করার সময় একটি করে টোকেন  এর মাধ্যমে একশতক জমির অমস্নত্ব দূর করার জন্য পরীক্ষামূলক ৪ জজি করে ডলোচুন সরবরাহ করা হয়। এই ভিডিও চিত্র প্রদর্শনীতে স্থানীয় ইউপি সদস্য,ও কৃষি বিভাগের উপ-সহকারী কৃষিকর্মকর্তাগন উপস্থিত ছিলেন । গত ১৬ মার্চ রবিবার বীরগঞ্জের উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া শালবন, সাতোর ইউনিয়নের দলুয়াবাজার এবং ১৭ মার্চ পলাশবাড়ী  ইউনিয়নের মদাতিবাজার, ডাঙ্গারহাট এলাকায় ভিডিও প্রদর্শন করা হয়, প্রতি ভিডিও শোতে ৩০০-৫০০ জন কৃষক উপস্থিত ছিলেন ।

Spread the love