শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে দাখিল পরীক্ষায় ৪পরীক্ষার্থী বহিস্কার

দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি দাখিল পরীক্ষায় সাধারণ গণিত পরীক্ষা চলাকালে অসাদুপায় অবলম্বনের দায়ে দিনাজপুরের বীরগঞ্জে ৪জন পরীক্ষার্থীকে বহিস্কার করেছে কক্ষ পরিদর্শক।

 

বহিস্কৃত পরীক্ষার্থী সেলিম রেজা, রোল-১৮২২২৯, ওবায়দুল্লাহ রোল-১৮২২৩৪, পিয়ারুল ইসলাম রোল-১৮২২৩৯, সেলিম রেজা রোল-১৮২২৪২ ভোগনগর দাখিল মাদ্রাসার ছাত্র।

 

শনিবার সকাল ১১টায় বীরগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে উক্ত ৪ পরীক্ষার্থী বহিস্কার হয়।

 

কক্ষ পরিদর্শক ও ঘোড়াবান্ধ দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোঃ গোলাম মোসত্মফা জানান, পরীক্ষা কেন্দ্রের ১৬নং কক্ষে পরীক্ষার্থী সেলিম রেজা, রোল-১৮২২২৯, ওবায়দুল্লাহ রোল-১৮২২৩৪ কে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশী চালিয়ে লিখিত কাগজ উদ্ধার করা হয়। আমি তাৎক্ষণিক ভাবে তাদের বহিস্কার করি।

 

কক্ষ পরিদর্শক ও বীরগঞ্জ ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ নুরুল আলম জানান, পরীক্ষা কেন্দ্রের ১৭নং কক্ষ পরীক্ষার্থী পিয়ারুল ইসলাম রোল-১৮২২৩৯, সেলিম রেজা রোল-১৮২২৪২ এর দেহ তল্লাশী চালিয়ে লিখিত কাগজ উদ্ধার করা হয়। এ অভিযোগে তাৎক্ষণিক ভাবে তাদের বহিস্কার করি।

 

কেন্দ্র সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রাবেয়া খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Spread the love