শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

Nouka Pictureনীল রতন সাহা নিপু : বীরগঞ্জে গত শুক্রবার বিকেলে প্রথমবারের মতো ঢেপা নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

এড্রোয়েট সোস্যাল ইয়ুথ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক ও উপজেলা মৎস্যজীবি সমিতির যৌথ আয়োজনে বীরগঞ্জ পৌরসভার আর্থিক সহযোগিতায় বিকেল ৫টায় ঢেপা নদীতে এক নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতা শেষে পৌর প্যানেল মেয়র মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম চৌধুরী বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা, উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ই্সলাম মাষ্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোশাররফ হোসেন বাবুল, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বীরগঞ্জ এরিয়া পরিচালক আইয়ুবুল ইসলাম মিন্টু, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি মীর কাশেম লালু, সাধারণ সম্পাদক ও গনফোরামের সাধারন সম্পাদক নীল রতন সাহা নিপু, এড্রোয়েট সোস্যাল ইয়ুথ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক পরিচালক মাহেদুল ইসলাম ও উপজেলা মৎস্যজীবি সমিতির সাধারন সম্পাদক মোয়াজ্জেম সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় ৯টি দল অংশগ্রহণ করে। মাসুদ রানার দল প্রথম ও বেলাল হোসেনের দল দ্বিতীয় স্থান লাভ করে।

উপজেলায় প্রথম বারের মত নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হওয়ায় বীরগঞ্জ ঢেপা নদী জন সমুদ্রে পরিণত হয়।

Spread the love