বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে প্রশিক্ষিত মহিলাদের মাঝে ৪কোটি টাকা ঋণ বিতরন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে ১বছরে ৩হাজার মহিলার মাঝে ৪কোটি টাকা ঋণ বিতরন করেছে উপজেলা পল­ী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ।

উপজেলা পল­ী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কার্যালয় সুত্রে জানা গেছে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশে গ্রমীন নারী জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে জুলাই/১৩ইং হতে জুন/১৪ইং পর্যন্ত আর্থিক বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল­ায় গঠিত সমিতির ৩হাজার প্রশিক্ষন প্রাপ্ত মহিলার মাঝে বিভিন্ন ট্রেডে ৪কোটি ৫৪লক্ষ টাকা ঋণ বিতরন করা হয়। একই সময়ে ৪কোটি ২৯লক্ষ টাকা ঋণ আদায় করা হয়েছে। সংস্থার কার্যালয়ে সুবিধা ভোগিরা ১কোটি ৪০লক্ষ টাকা সঞ্চয় জমা করেছে। সংস্থার ইউডিবিও মোঃ শাহিনুর রহমান জানান দিনাজপুর জেলার উপ পরিচালক ইনছান আলী চৌধুরী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় উলে­খিত ঋণ বিতরন করে সংস্থার আয় হয়েছে ৫৭লক্ষ ৪৭হাজার টাকা একই সময়ে ব্যায় হয়েছে ৫১লক্ষ ৬৫হাজার টাকা ও স্বয়ম্ভরতার হার শতকরা ১১১ ভাগ।

Spread the love