শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে বার্ষিক কৃষক র্যারলী ও পুরস্কার বিতরণ

-GBK-30.12.13বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে আজ সোমবার সাঁওতাল জনগোষ্ঠীর টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের বার্ষিক কৃষক র‌্যালী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে এবং সিনজেনটা ফাউন্ডেশন বাংলাদেশ ও গ্রাম বিকাশ কেন্দ্রের বাসত্মবায়নে সাঁওতাল জনগোষ্ঠীর টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের বার্ষিক কৃষক র‌্যালী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কল্যাণী আদিবাসী কৃষক দলের সভাপতি পাত্রাস মার্ডির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ শাহিনুর আলম, নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, গ্রাম বিকাশ কেন্দ্রের প্রজেক্ট অফিসার মোঃ আব্দুল করিম, ফিল্ড অর্গানাইজার মুকুল দেব নাথ, মোঃ আল আমীন শাহ প্রমুখ। উপস্থিত কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন মাকড়াই আদিবাসী কৃষক দলের দলনেতা মার্গেরিগ হাসদা, সাধারণ সম্পাদক সুবাশ মুর্মু। অনুষ্ঠানে ১৩১জন কৃষক-কৃষাণীকে ১৫৮টি পুরস্কার প্রদান করা হয়েছে। এদের মধ্যে ১২টি কৃষক গ্রম্নপকে ১২ কীটনাশক ছিটানো হাত মেশিন, সেবা প্রদানকারী ব্যক্তি হিসেবে ব্যবসায়ীক উন্নয়নের জন্য ২জন কৃষককে ১টি করে ফুট পাম্প ও ১টি করে হাত দ্বারা কীটনাশক ছিটানো মেশিন, কীটনাশক মেশানো পাত্র, বালতি, এপ্রোন, মাস্ক, কৃষিকাজে বিশেষ অবদান রাখার জন্য এবং উদ্বুদ্ধ করণ পুরম্নস্কার হিসেবে প্রদান করা করা হয়েছে।

Spread the love