শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে বাড়ী-বাড়ী তল¬াশী-ডলার প্রতারনা চক্রের টিভিএস এ্যাপাচিসহ ১২টি মোটর সাইকেল উদ্ধার

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে পুলিশ ডলার প্রতারনা চক্রের বাড়ী বাড়ী তল­াশী চালিয়ে চোরাই সন্দেহে বাজাজ ডিসকোভার ও টিভিএস এ্যাপাচিসহ ১২টি মোটর সাইকেল উদ্ধার করেছে। বীরগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা গেছে, শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর গ্রামের হোসেন আলীর ছেলে আমিনুর রহমান, পলাশবাড়ী ইউনিয়নের ব্র্যাক্ষনভিটা গ্রামের ছায়েদ মন্সির ছেলে মনির মোম্বার, একই ইউনিয়নের চাপাপাড়া গ্রামের রশিদুল ইসলাম ও অন্যদের বাড়ী বাড়ী অভিযান চালিয়ে ডায়াং (১০০সিসি), বাটারফ্লাই (১০০সিসি), বাজাজ ডিসকোভার (১০০সিসি), পালচার (১৫০সিসি), ইয়ামাহা লিপ্রো (১০০সিসি), টিভিএস এ্যাপাচি (১৫০) ও অন্যসহ মালিক বিহিন ডলার প্রতারনা চক্রের বাড়ীতে অভিযান চালিয়ে ১২টি মোটর সাইকেল উদ্ধার করে থানা হেফাজতে আটক রাখা হয়েছে। মোটর সাইকেল আটককারী অফিসার এস আই আযম হোসেন প্রধান জানান, ২টি মোটর সাইকেলের নম্বর রয়েছে রংপুর হ ১১-৭৬৬৩ অপরটি দিনাজপুর হ ১৩-২৩০৩। একটি মোটর সাইকেল রংপুরের এক ব্যাক্তি মালিক বলে দাবী করেছে। অন্যান্য মোটর সাইকেলের মালিকের খোজ-খবর নেয়া হচ্ছে। ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ডলার প্রতারনা চক্রের সদস্যরা ছদ্ম বেশে দেশের বিভাগিয় শহরে গিয়ে রিক্সা-ভ্যান বা শ্রম বিক্রির পেশায় ঢর্নাঢ্য লোকজনকে টাগের্ট করে। একটি ২০ বা ৫০ ডলার রাস্তায় ফেলে দেয় এবং নিজেই তা কুড়িয়ে ব্যাক্তিটিকে বলে এটা আমার, বাড়ী থেকে নিয়ে এসেছি বাজরে চলে না। পারলে ভাঙঙ্গীয়ে নিয়েন বলে ডলারটি দিয়ে দেয়। ঢনাঢ্য ব্যাক্তিটি ডলার ভাঙ্গীয়ে অনেক টাকা পায়। আর ওই লোভে ভ্যান চালকে খুজতে থাকে আর ভ্যান চালক ঠিক ঐব্যাক্তির ঠিকানার আশপাশে ঘোড়াফেরা করে। এক সময় দেখ হয়ে যায় এবং ডলারের তথ্য জানতে চায়। তখন ভ্যান চালক বলে আমার ভ্যানে এক অপরিচিত লোক একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগে হাজার হাজার এগুলো আছে। কিছু টাকা দিলে ওসব দিয়ে দিব। বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে ঢনাঢ্য ব্যাক্তিটি ডলার কিনতে আসলে তাকে মারপিট করে সব টাকা মোবাইল ফোন  কেড়ে নিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার কাজে ব্যবহৃত নাম্বার বিহিন অবৈধ মোটর সাইকেল আটক করে আদালতে প্রতিবেদন দেয়া হয়েছে। আদালত মালিকানার বৈধ্যতা সহ আদেশ দিলে যথাযথ মালিককে মোটর সাইকেল ফেরত দেওয়া হবে। ইতিমধ্যে একাধিক ব্যাক্তি আদালত থেকে মালিকানার কাগজ দেখিয়ে তার মোটর সাইকেল থানা থেকে নিয়ে গেছে।

Spread the love