শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে বৈজ্ঞানিক পদ্ধতিতে পাঠদান বিষয়ে ৬০শিক্ষকের প্রশিক্ষন

মোঃ আবেদ আলী,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে বৈজ্ঞানিক পদ্ধতিতে গণিত পাঠদান বিষয়ে ৬০শিক্ষকের প্রশিক্ষন প্রদান করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বীরগঞ্জ এডিপি ওয়াল্ডভিশন বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে সুজালপুর, কৈকুড়ি, নিজপাড়া, মানক্রিরা, বলরামপুpic-Ed-bpর, গ্রামডাঙ্গী, মাকড়াই, জগদল, মদনপু, সনকা, তুলশীপুর আদিবাসী, মোহনপু, বাছারগ্রাম, ধুলট, বড় বোচাপুকুর, মুড়িয়ালা, মিরাটুঙ্গী, পূর্ব দেবারুপাড়া, নিজপাড়া, নিউ সেনগ্রাম, বড়হাট সিপাহীদিঘী ও বর্ষা সরকারী প্রাথামিক বিদ্যালয় সমুহের মোট ৬০ জন সহকারী শিক্ষককে ‘‘বৈজ্ঞানিক পদ্ধতিতে গণিত পাঠদান’’ বিষয়ে ৫দিনের প্রশিক্ষন প্রদান করা হয়েছে। প্রতিটি ব্যাচে ২০জন হারে ৩টি ব্যাচে গত ১৬মার্চ হতে ৩০মার্চ পর্যমত্ম এক নাগারে প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষ গ্রহণকারী শিক্ষদের যাতয়াত ও ভাতা প্রদান করা হয়েছে। ‘‘বৈজ্ঞানিক পদ্ধতিতে গণিত পাঠদান’’ বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন উপজেলা শিক্ষা অফিসার ক,খ মো.আলাওল হাদী, সহকারী শিক্ষা অফিসার হাবিবুর ইসলাম, মমতাজ ফেরদৌসী, মহসিন আলী, মনজুরুল হক মিঞা, রাশেদুজ্জামান ও আরমানা জাহান সিদ্দিকী।

Spread the love