শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে ব্রীজের অভাবে এলাকাবাসীর দূর্ভোগ চরমে

Milonএন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢেপা নদীতে ১ টি ব্রীজের অভাবে শতশত মানুষের র্দূভোগ চরমে। স্থানীয় এমপির আসু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

       উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রাম সংলগ্ন ঢেপা নদীর উপর ‘‘দো-মুখা ব্রীজ’’ না থাকায় ইউনিয়নটি দুই ভাগে বিভক্ত হয়েছে। পশ্চিম পাড়ের জনসাধারন ইউনিয়ন পরিষদে যায় প্রায় ২০ কিঃমিঃ রাস্তা ঘুরে এবং পূর্ব পাড়ের জনসাধারন উপজেলা শহরে যায় ২০-২০ কিঃমিঃ রাস্তা ঘুরে। এতে ঐ এলাকার কৃষকের উৎপাদিত কৃষি পন্য নিয়ে হাটুরেরা ও স্কুল-কলেজ গামী শিক্ষক-শিক্ষার্থীদের যাতয়াতে করতে হয় দূর্ভোগের মাধ্যমে। এলকার মানুষের যোগাযোগের জন্য প্রতি বছর বর্ষাকালে কলাগাছের ভেলা তৈরী করে পারাপারের ব্যাবস্থা করে। এছাড়াও বর্ষা এলে পার্শবর্তী ত্রীপুরা পাড়ার লোকেরা থাকে নদী ভাঙ্গনের আতংকে। তবে শুস্ক মৌসুমে এলাকাবাসী নিজস্ব উদ্যোগে চাঁদা তুলে বাঁশের সাঁখো তৈরী করে শুধুমাত্র মানুষ যাতয়াত করতে পারলেও কোন মালামাল পাড়াপাড় করা হয়ে পড়ে অসম্ভব। স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের ইউনিয়ন পরিষদ সহ প্রতিটি নির্বাচনে নেতারা ব্রীজটি নির্মানের আশ্বাস দিলেও কথা রাখেনি কেউ। এব্যাপারে এলাকার সমাজসেবক আনিছুর রহমান আনিছ, ত্রীপুরা পাড়ার আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ জানান বহু আবেদন নিবেদন করেও কোন লাভ হয়নি। অপর দিকে ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক সরকার জানায়, মানুষের দীর্ঘদিনের ভোগান্তির দিকে বিবেচনা করে ব্রীজটি নির্মানের জন্য প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন জায়গায় আবেদন করেও বাজেট পাওয়া যায়নি। বর্তমানে এলাকাবাসী স্থানীয় জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও মাননীয় প্রধান মন্ত্রীর আশু হস্তক্ষেপের মাধ্যমে ব্রীজ নির্মানের জোর দাবী জানিয়েছেন।

Spread the love