শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে মহিলাদের কার্পেট তৈরীর প্রশিক্ষন

Singraমীর কাসেম লালু : বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে মহিলাদের বিকল্প আয়ের উৎস কার্পেট তৈরীর ৪৫দিন ব্যাপি প্রশিক্ষন শিবিরের উদ্ধোধন করা হয়েছে।

আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে বন বিভাগের সহযোগিতায় আরণ্যক ফাউন্ডেশনের অর্থায়নে সিংড়া বনরক্ষা সমিতির সদস্যদের অংশ গ্রহনে আরণ্যক প্রকল্প অফিস কার্যালয়ে মহিলাদের বিকল্প আয়ের উৎস কার্পেট তৈরীর প্রশিক্ষন শিবিরের উদ্ধোধন করা হয়েছে। প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন আরণ্যক প্রকল্প ব্যাবস্থাপক শাহাদাত হোসেন। এই প্রশিক্ষন ৫মার্চ  শুরু হয়ে  ১৬ই এপ্রিল পযন্ত চলবে। শালবন নির্ভর মহিলাদের বিকল্প আয়ের উৎস হিসেবে এ প্রশিক্ষনের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে । প্রশিক্ষক সরস্বতী রানী রায় ও অরুনা রানী রায় জানান কার্পেট তৈরীর প্রশিক্ষন গ্রহণ করে স্বাভাবিক কাজকর্মের ফাঁকে ফাঁকে প্রত্যেকে প্রতিমাসে অতিরিক্ত ৪-৫ হাজার টাকা আয় করতে পারবেন। কার্পেট তৈরী শিখছেন প্রমিলা রানী, তাকে প্রশ্ন করা হলে জানান যদি তিনি ভালো ভাবে শিখতে পারি তাহলে  আমাকে আর শাল বাগানে পাতা কুড়াতে হবেনা। রোদে পুড়ে, পানিতে ভিজে মাঠে কাজ করতে হবে না। ঘরে বসেই রোজগার করতে পারবেন ।

 

Spread the love