মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জের ঝাড়বাড়ীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Jakir-01মো: জাকির হোসেন শতগ্রাম ইউনিয়ন থেকে: বীরগঞ্জে যথাযথ মর্যাদায় ২১শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের শোক ও সুখের বহিঃপ্রকাশ ঘটেছে বেদনাবিধুর এক সুখের সমন্বয়ে। একদিকে ভাই হারানোর বেদনা আর অন্য দিকে বাংলাভাষা আজ আন্তর্জাতিক অঙ্গনে চরম সম্মানিত এক ভাষা। সমগ্র বাংলাদেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ীতে যথাযথ মর্যাদায় পালিত হয় দিবসটি। রাত ১২ঃ০১ মিনিট হতে সকাল পর্যন্ত পুস্পার্ঘ নিবেদন করেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সামাজিক সাংস্কৃতিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন পেশাজীবী মানুষ। সকালে ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়  কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি প্রভাত ফেরী র‌্যালী ঝাড়বাড়ী প্রদক্ষিণ করে মিনারে এসে শেষ হয়। এখানে ১মিনিট নীরবতা পালন শেষে শহীদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়। ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় একটি আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগীতায় “ক” গ্রুপে ১ম হয় শর্মিলি আফরোজ ও ২য় হয় তানজিবা হামানা তামসী। “খ” গ্রুপে ১ম হয় ময়ূরী ও ২য় হয় শাহানাজ। তাছাড়াও প্রতিযোগিতার বাইরে আবৃত্তি করেন আন্ত: প্রাথমিক বিদ্যালয়ের দুই দুই বারের জেলা রানার্স আপ ফারিহা তাসনিম সামসী। প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।

Spread the love