শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল দিবসের প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ, সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, বাদ জোহর মসজিদে মুক্তিযুদ্ধে শহীদদের আত্নার শান্তি কামনা করে বিশেষ দোয়া।  দিবসের প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবু জাফরের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা পরিষদ, বীরগঞ্জ থানার ওসি আরমান হোসেনের নেতৃত্বে বীরগঞ্জ থানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়ের নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মন্জুর নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো: রশিদুল আলম এবং সাধারণ সম্পাদক মো: শাহিনুর ইসলামের নেতৃত্বে পৃথক ভাবে জাতীয় পার্টি ও সহযোগী সংগঠন, সাংবাদিক নীল রতন সাহা নিপুর নেতৃত্বে গণ ফোরাম ও ছাত্রফ্রন্ট, প্রভাষক প্রশান্ত কুমার সেনের নেতৃত্বে কমিউনিষ্ট পার্টি, মীর কাশেম লালু, মো: আইয়ুবুল ইসলাম মিন্টু, নীল রতন সাহা নিপুর নেতৃত্বে জাতীয় সাংবাদিক সংস্থা, আব্দুল ওয়ারেছ, মো: রেজাউল করিম, মো: আব্দুর রাজ্জাকের নেতৃত্বে রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন, মেহেদি হাসান সজল, মো: মোস্তাফিজুর রহমান পাভেলের নেতৃত্বে বীরগঞ্জ প্রতিদিন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ । দুপুরে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান মো: আখতারুল ইসলাম চেৌধুরী বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: শাহানাজ পারভীন, বীর মুক্তিযোদ্ধা কালিপদ রায় প্রমুখ । পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Spread the love