শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে শারদীয় দূর্গোৎসবে আইন-শৃংখলা রক্ষায় সভা অনুষ্ঠিত।

ডি রায় বাবুল বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে শারদীয় দূর্গোৎসবে আইন-শৃংখলা রক্ষায় সভা অনুষ্ঠিত হয়েছে।

হিন্দু ধর্মাবলীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গোৎসব আনন্দ ঘন পরিবেশে উৎযাপিত করার লক্ষে গতকাল সকাল ১১টায় বীরগঞ্জ থানা ও আনসার ভিডিপি অফিস আয়োজিত উপজেলা পরিষদ চত্তরে আইন-শৃংখলা রক্ষা সহ যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আনসার-ভিডিপির কর্মীদের উদ্দ্যেশে উপজেলা আনসার-ভিডিপি অফিসার মোঃ শামশুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি বলেন আমরা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একটি সুশৃঙ্কল বাহিনী। তাই আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন কেউ পূজা মন্ডপে এবং তার আশেপাশে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে না পারে। যদি কেউ যেকোন ধরনের খতিসাধনের বা অপ্রীতিকর ঘটনার জন্ম দেবার চেষ্টা করে তাহলে ঐ সকল দূষ্কৃত কারি ব্যক্তিদের সাথে সাথে গ্রেফতার করে আইনের আওতায় এনে থানায় সোপর্দ করার জন্য আ‎হ্বান জানান। কারন বর্তমান সরকার সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তাই সরকার শারদীয় দূর্গোৎসবে আইন-শৃঙ্খলা রক্ষায় যে ভুমিকা পালনের নির্দেশনা দিয়েছেন তা সঠিক ভাবে পালন করবেন বলে দায়িত্ত প্রাপ্ত সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন থানার এস.আই গাবুর আলী সরদার, আনসার-ভিডিপি নেতা মোহাম্মদ আলী প্রমুখ।

Spread the love