শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে সংলাপ কেন্দ্রে ‘‘লাখো কন্ঠে সোনার বাংলা’’

‘‘লাখো কন্ঠে সোনার বাংলা’’ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্তির জন্য ২৬ মার্চ ২০১৪ স্বাধীনতা দিবসে সকাল ১১ টায় রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কন্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়েছে । ঢাকার উক্ত মূল অনুষ্ঠানে অংশ নিতে না পারলেও আরডিআরএস বাংলাদেশ এর বাসত্মবায়নে মাকড়াই সংলাপ কিশোরী কেন্দ্র লাখো কন্ঠে সোনার বাংলা অনুষ্ঠানের সাথে একাত্বতা ঘোষনা করার নিমিত্তে বীরগঞ্জ উপজেলার মাকড়াই সংলাপ কেন্দ্র চত্বরে সকাল ১১ টায় কিশোরীদের সকলের অংশগ্রহনে সঠিক সুরে জাতীয় সংগীত গাওয়া হয়েছে । কিশোরীদের পাশাপাশি অন্যান্য ছাএ/ছাত্রীরা উপস্থিত ছিলেন । সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার বর্মন, এসএম(সিড্স) প্রকল্প, ফারহানা মাহামুদ এফএফ(সিড্স) প্রকল্প,মশিউর রহমান (সিড্স) প্রকল্প,আরডিআরএস বাংলাদেশ বীরগঞ্জ, দিনাজপুর ।

Spread the love