শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

মোহাম্মদ আরমান আলী, ষ্টাফ রিপোর্টার ॥ নানা কর্মসুচীর মধ্যে দিয়ে দিনাজপুরের বীরগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ পৌর শহরের শালবন কমিউনিটি সেন্টার হতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।
বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি শীতল মার্ডির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সহ সভাপতি এডওয়ার্ড হেমরম।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, আদিবাসীরা বাংলাদেশের আজন্ম লালিত ঐতিহ্যেকে ধরে রেখেছে।বৃটিশ বিরোধী আন্দোলন, তেভাগা আন্দোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি শিক্ষা উপকরণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান অব্যাহত রেখেছেন। তাই আদিবাসীদের মুল ¯্রােতধারার জনগোষ্ঠীর মত সুযোগ ও সুবিধা রক্ষায় সরকার সর্বদা সচেষ্ট।
এর আগে সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা সিদু কানুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়ে। এসময় উপজেলার বিভিন্ন এলাকার কয়েক শতাধিক আদিবাসী সাঁওতাল নারী পুরুষ উপস্থিত ছিলেন।

Spread the love