শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে সিনজেনটা ফাউন্ডেশনের সুরক্ষা প্রকল্পের শষ্য বীমা দাবির অর্থ বিতরণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের নাগরী সাগরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এই উপজেলার ৯ টি ফারমার্স হাব এর মধ্যে নাগরগঞ্জ ফারমার্স হাব এ ৪২৭ জন কৃষক- কৃষানীর মাঝে সিনজেনটা ফাউন্ডেশনের সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত জীবিকে এন্টারপ্রাইজের মাধ্যমে মোট ৩৯ হাজার ২শত ১৭ টাকার মধ্যে ১৮ হাজার ২ শত ৮০ টাকা শষ্য বীমা দাবী বিতরণ করা হয়েছে। গত ১৩ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় স্বাস্থ্যবিধি মেনে শষ্য বীমা দাবির টাকা বিতরনী অনুষ্ঠানে ছকিম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মরিচা ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনজেনটা ফাউন্ডেশনের প্রতিনিধি ও সুরক্ষা প্রজেক্ট অফিসার মোঃ রিফাত হাসান,জীবিকে এন্টারপ্রাইজের প্রতিনিধি মোঃ তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর আলম, নাগরগঞ্জ ফারমার্স হাবের উদ্যোক্তা মোঃ রশিদুল ইসলাম। এসময় মরিচা ইউপির সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ লাইলি বেগম, শষ্য বীমা দাবীর টাকা গ্রহনকারী কৃষক – কৃষাণী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাদের সংক্ষিপ্ত আলোচনায় জানা যায়, এই এলাকার সাধারণ কৃষক ও কৃষির উন্নতি কল্পে এবং আধুনিক বিশ্বে চলমান কৃষি সমন্ধে সঠিক ধারণা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিনজেনটা ফাউন্ডেশনের সুরক্ষা প্রকল্পের আওতায় ২০১৬ সালে অত্র ইউনিয়নের সাতখামার জামে মসজিদের ছাঁদে সুইজার ল্যান্ড থেকে আনিত আবহাওয়া বার্তা পরিমাপক মেশিন স্থাপিত করা হয় এবং ২০১৭ সাল থেকে বীরগঞ্জ উপজেলায় সুরক্ষা প্রকল্পের আওতায় শষ্য বীমা চালু করে পর্যায়ক্রমে জীবিকে এন্টারপ্রাইজ, ইজাব এগ্রো, ইএসডিও বীরগঞ্জ ও কবিরাজহাট শাখা হতে শষ্য বীমা দাবির টাকা প্রদান করা হচ্ছে এবং গত ডিসেম্বর ২০২০ সালে নাগরগঞ্জ এলাকার ফারমার্স হাবের আলু চাষিদের শষ্য বীমা করার প্রেক্ষিতে আবহাওয়া জনিত কারণে ক্ষতিগ্রস্ত কৃষক – কৃষাণীর মাঝে শষ্য বীমা দাবীর টাকা বিতরণ করা হয়েছে।

Spread the love