শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে ৪৪৩ আদিবাসী শিশু-কিশোরী’র শিক্ষা ও উন্নয়ন প্রশিক্ষন প্রদান

bp-04 Rdrsমীর কাশেস লালু: বীরগঞ্জে আরডিআরএস এর উদ্দোগে ৪৪৩ জন আদিবাসী শিশু-কিশোরীর শিক্ষা উন্নয়ন প্রশিক্ষন প্রদান করা হয়েছে।

‘‘বাংলাদেশে যে মানুষ যতবেশী তথ্য জানবে সে ততো বেশী এগিয়ে যাবে’’ নীতিতে আরডিআরএস বাংলাদেশ আদিবাসী ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে ২০১৩ ইরেজী সালে বীরগঞ্জ, কাহারোল, খানসামা ও দিনাজপুর জেলা সদর কোতয়ালী উপজেলা সমুহের বিভিন্ন গ্রামে বসবাসকারী আদিবাসী ৫ বছর বয়সের ৪৯ জন শিশু’র দু’টি প্রাক প্রাথমিক বিদ্যালয় (১বছর মেয়াদী) । ৫ থেকে ৮ বছরের ৯৯ জন কিশোরীর ৫টি উপ-আনুষ্ঠানিক বিদ্যালয় (৩ বছর মেয়াদী) একজন সহায়িকার মাধ্যমে শিক্ষা প্রদান। ১২ থেকে ১৮ বছর বয়সের ৭টি সংলাপ কেন্দ্রে  ১৭০ জন কিশোরীকে একজন সহায়িকার মাধ্যমে দক্ষ করে গড়ে তোলে কিশোরী বাগানে ভর্তি করা এবং একই বয়সে ১৫টি কিশোরী বাগান প্রতিষ্ঠনে ২২৫ জন কিশোরীকে সুপার গার্লের মাধ্যমে প্রশিক্ষন প্রদান করে ফেডারেশনে সম্পৃক্ত করা হয়েছে। ফেডারেশনের ১০৬ জন কিশোরীকে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষন প্রদান করে দক্ষ করে গড়ে তোল হয়ে ও ৩ লক্ষ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষন পরিচালনা করেন আদিবাসী ক্ষমতায়ন প্রকল্প ব্যবস্থাপক (শিক্ষা)  প্রদীপ কুমার বর্মন, সহকারী ব্যবস্থাপক (শিক্ষা) ফারহানা মাহমুদ, এরিয়া ম্যানেজার নাজমূল হুদা (এমএফ), এফও মোর্শেদ আলম (এইপি)। আরডিআরএস বাংলাদেশ আদিবাসী ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে ‘‘বাংলাদেশে যে মানুষ যতবেশী তথ্য জানবে সে ততো বেশী এগিয়ে যাবে’’ নীতিতে ৪৪৩ জন আদিবাসী শিশু-কিশোরীর শিক্ষাও উন্নয়ন প্রশিক্ষন প্রদান করা হয়েছে।

Spread the love