শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে বীরগঞ্জকে। নামছে সেনাবাহিনী।

Puliceবীরগঞ্জ প্রতিনিধি : আগামী ২৭ ফেব্রুয়ারী বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বীরগঞ্জ উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে প্রশাসন। রাতেই নামছে সেনাবাহিনী। রাত ১২টা থেকে নির্বাচনী সকল প্রচারণা বন্ধ। নির্বাচন শান্তিপূর্ণ এবং অবাধ ও নিরপেক্ষ এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বীরগঞ্জ উপজেলাকে নিরাপত্তার চাঁদরে ঢেকে দিয়েছে প্রশাসন। নামছে সেনাবাহিনী। যানচলাচলের ক্ষেত্রে কড়াকড়ি বিধি আরোপ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ সফিউল আজম জানান, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ২ লাখ ২ হাজার ৩২২ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১ হাজার ৫শত ১৬ জন এবং মহিলা ১লাখ ৮শত ০৬জন। নির্বাচনী এলাকার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৮০টি ভোটকেন্দ্রে মোট ৫শত ০২টি বুথে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করছেন।

Spread the love