শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে ব্যাপক স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে ব্যাপক স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ এনে কর্তৃপক্ষের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বরাবর এক লিখিত অভিযোগ করা হয়েছে। ১৪ই মার্চ রবিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের পক্ষে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শামীম সহ শিক্ষকদের গনসাক্ষরকৃত অভিযোগটির অনুলিপি মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়, জাতীয় সংসদ সদস্য দিনাজপুর -১ (বীরগঞ্জ-কাহারোল), জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরণ করা হয়েছে। অভিযোগে উল্লেখ রয়েছে, উপজেলা শিক্ষা অফিসার নতুন জাতীয়করণ ১৩৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬৫০ জন শিক্ষকের ফেব্রুয়ারী ২০২১ মাসের বেতন প্রদান না করে পুরাতন ৮৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন প্রদান করেছেন। এ বিষয়ে বেতন না পাওয়া শিক্ষকেরা সম্মিলিত ভাবে একাধিকবার শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করলে বরাদ্দের ঘাটতির  সাফ কথা জানিয়ে কোন রকম বরাদ্দ ছাড়াই মোটা অংকের উৎকোচ গ্রহণের মাধ্যমে তিনি ২৩জন শিক্ষককে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা বকেয়া বিল ফেব্রুয়ারী /২০২১ ইং মাসে প্রদান করেন। শিক্ষকেরা বিলের বিষয়ে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারেন যে, বকেয়া বিল অবশ্যই শিক্ষকদের মাসিক বেতন-ভাতাদি নিশ্চিত করার পর দেওয়া হয়। অথচ উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়ম না মেনে ব্যাপক সেচ্ছাচারিতা ও অনিয়ম  করে অবৈধভাবে ভোগ্য ঋনের সুপারিশে  সাক্ষর প্রতি নগদ ৫০০(পাঁচশত) টাকা, স্লীপ ও ক্ষুদ্র মেরামত বিলের ক্ষেত্রে একটি  নির্দিষ্ট পরিমানের টাকা  না পাওয়া  পর্যন্ত কোন বিলই ছাড় দেননা। মোট কথা তিনি টাকা ছাড়া কোন কাজই করেন না। উল্লেখিত অভিযোগের বিষয়ে ১৪ মার্চ অফিস চলাকালীন সময়ে শিক্ষা অফিসে গিয়ে  উপজেলা শিক্ষা অফিসারের সাক্ষাৎ পাওয়া না গেলে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কল রিসিভ না করায় কোনরকমের মতামত পাওয়া সম্ভব হয়নি।  এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষক-শিক্ষিকাগন মার্চ মাসের মাঝামাঝি এসেও ফেব্রুয়ারী মাসের বেতন ভাতাদি না পাওয়ায় মানবেতর জীবনযাপন করায় সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের সু-দৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Spread the love