শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জ উপজেলা হেল্থ কমপ্লেক্সে ও বীরগঞ্জ এডিপির মধ্যে স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্টিত

SAMSUNG CAMERA PICTURESবীরগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও  বীরগঞ্জ এডিপির যৌথ আয়োজনে বুধবার স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা হেল্থ কমপ্লেক্সে সভাকক্ষে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও  বীরগঞ্জ এডিপির যৌথ আয়োজনে বুধবার স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির শিশু কল্যাণ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বার্নাড কুজুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.মো:সোহরাব হোসেন। বক্তব্য রাখেন বীরগঞ্জ এডিপির শিশু কল্যাণ প্রকল্পের প্রজেক্ট আফিসার উৎপল মিন্জ। সমন্বয় সভায় বীরগঞ্জ এডিপির স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম সম্পর্কে তথা টিকা বিষয়ক, সি-আই এম সি আই বিষয়ক, নিরাপদ মাতৃত্ব বিষয়ক, পুষ্টি বিষয়ক, জাতীয় পুষ্টি সপ্তাহ, পুষ্টি মেলা,  পিডি-হার্থ সেশন পরিচালনা, বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত দিবস উদযাপন, নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত পায়খানা সম্পর্কে সচেতনতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  উল্লেখিত স্বাস্থ্য সংক্রান্ত  বিষয়ে মাঠ পর্যায়ে ফলপ্রসু ভাবে বাস্তবায়নের জন্য উপস্থিত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীগন  বীরগঞ্জ এডিপিকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য যে বীরগঞ্জের  শিশুদের অপুষ্টি দুর করার জন্য সমস্বয় সভায় উপস্থিত সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ সদয় সম্মতি জ্ঞাপন করেন।

Spread the love