শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কোবাদ আলীর ইন্তেকাল

মোঃ আবেদ আলী,বীরগঞ্জ(দিনাজপুর) থেকেঃ বীরগঞ্জ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ কোবাদ আলীর ইন্তেকাল করেছেন ( ইন্না……রাজিউন)।

বীরগঞ্জ পৌরসভার কলেজ পাড়ার বাসিন্দা  মৃত মাওঃ বশির উদ্দিনের পুত্র বীরগঞ্জ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ কোবাদ আলীর (৬৯) মঙ্গলবার রাত ১১টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২মেয়ে, সহকর্মী, বন্ধু-বান্ধব সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার দুপুরে বীরগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে জানাজার পর মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ী কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের ভেলয়া গ্রামে। বিকেলে ভেলয়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়।

অধ্যাপক কোবাদ আলীর মৃত্যুতে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি মোঃ মামুনুর রশিদ শাহীন, উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, জাতীয় পার্টির সহ-সভাপতি রশিদুল আলম, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম,  দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতির বীরগঞ্জ এলাকা পরিচালক আইয়ুবুল ইসলাম মিন্টু, অন লাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিন, ঢাকাস্থ বীরগঞ্জ সমিতি, বীরগঞ্জ পাবলিক লাইব্রেরী, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আবেদ আলী, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মীর কাশেম লালু, সাধারণ সম্পাদক নীল রতন সাহা নিপু, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশনের সভাপতি আব্দুল ওয়ারেছ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Spread the love