শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জ ডিগ্রী কলেজে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০১৫ পালিত

মোঃ নজরুল ইসলাম খান বুলু বীরগঞ্জ (দিনাজপর) প্রতিনিধিঃ ১৩ই অক্টোবর’’২০১৫ মঙ্গলবার আন্তর্জারতিক দূর্যোগ প্রশমন দিবস উদ্যাপন উপলক্ষে বীরগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সন্তোষ কুমার রায় এর তত্ত্বাবধানে কলেজের শত শত ছাত্র/ছাত্রী বি,এন,সি,সি ও রোভার স্কাউটের সহযোগিতায় দূর্যোগ, ভূমিকম্প ও অগ্নিকান্ড মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয় । উক্ত মহড়া অনুষ্ঠানে দূর্যোগ, ভূমিকম্প ও অগ্নিকান্ড মোকাবেলায় করনীয় ,সর্তকতা ,সাবধানতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও খন্ড নাটিকা প্রদর্শন করা হয় । শেষে শিক্ষক/শিক্ষিকা,কর্মকতা/কর্মচারী, ছাত্র/ছাত্রীদের ,সম্বনয়ে একটি বর্ণাঢ়্য র‌্যালী কলেজ ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিন করে । র‌্যালী শেষে আলোচনা সভায় উপাধ্যক্ষ সন্তোষ কুমার রায়,ছাত্র/ছত্রীদের উদ্দেশে বলেন , দূর্যোগ, ভূমিকম্প ও অগ্নিকান্ড মোকাবেলায় শিক্ষনীয় বিষয় গুলো ধারন করে ভবিষ্যতে সকল প্রকার দূর্যোগ, ভূমিকম্প ও অগ্নিকান্ড সর্তকতার সহিত মোকাবেলা করতে হবে ,যা জান ও মাল রক্ষায় গুরুপ্তপূর্ন ভূমিকা পালন করবে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহঃঅধ্যাপক, আলহাজ্ব মোঃ আঃ রাজ্জাক ,আবু সামা মিঞা ঠান্ডু,আলহাজ্ব মোঃ আঃ রহমান,মোঃ তাইজুল ইসলাম ,মোঃ গোলাম মোস্তফা ,শিক্ষক প্রতিনিধি মোঃ মকবুল হোসেন ,মোঃ জয়নাল আবেদীন , খাজা রাহেলা,সিনিয়র প্রভাষক মোঃ হবিবর রহমান,মোঃ কামরুজ্জামান,মোঃ আমিনুল ইসলাম মিন্টু , প্রশান্ত কুমার সেন,সাইয়েদা জাকিয়া রহমান, প্রভাষক নাইমা সুলতানা,অনিতা রায়, মোঃ রোকনুজ্জামন , মোঃ জিয়াউর রহমান ,মিনি বেগম, রুমানা ফারজানা,কামরুন নাহার,মোঃ মুনকিরুজ্জামান মোঃ নজরুল ইসলাম খান বুলু ,সহ সকল শিÿক/শিক্ষিকা বৃন্দ ।

b collej

 

Spread the love