শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান চুড়ান্ত করন শীর্ষক কন্সালটেশন সভা

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ বীরগঞ্জে গত বুধবার পৌরসভার মাস্টার প্ল্যান চুড়ান্ত করন শীর্ষক কন্সালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ পৌরসভা মিলনায়তনে প্যানেল মেpouroshova Bulding 2য়র মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে পৌরসভার মাস্টার প্ল্যান চুড়ান্ত করন শীর্ষক কন্সালটেশন সভায় সাবেক এমপি আমিনুল ইসলাম, আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা, এলজিইডি (ইউটিআইডিপি) প্রকল্পের নগর পরিকল্পনাবিদ শাহরিয়ার আমিন, ডাটা এক্সপাটর্চস (প্রাঃ) লিমিটেডের জিআইএস এক্সপার্ট জোবায়ের খন্দকার, টাউন প­ানার শিকদার সাঈদুজ্জামান, টাউন প­ানার হিমেল বড়ুয়া রনি, পৌর সচিব আব্দুল হানিফ সরদার, সহকারী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান পৌরসভার সচিব সরদার আবু হানিফ ৯টি ওয়ার্ডের পৌর নাগরিক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাঈন উদ্দিন আহাম্মেদ, সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক আবুসামা মিঞা ঠান্ডু, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মীর কাসেম লালু, সাধারন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাকসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে ডাটা এক্সপোর্টস (প্রাঃ) লিমিটেড, কন্সালটেন্ট, উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, প্যাকেজ-৭ ইতোমধ্যে পাঁচ রকম সার্ভে (ভূমি ব্যবহার, টপোগ্রাফিক ও ভৌত অবকাঠামো ট্রাফিক ও ট্রান্সপোর্টেশন, ডেনেজ ও এনভায়রনমেন্টাল এবং আর্থ সামাজিক সার্ভে) সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে পৌরসভার নগরবাসী ও কাউন্সিলরদের মতামত গ্রহণ করে পরিকল্পিত উন্নয়নের নিমিত্তে বিশেষ করে ভূমি ব্যাবহার, পরিবহন ও যোগাযোগ ব্যাবস্থা, ড্রেনেজ পয়ঃ নিস্কাশন ইত্যাদির কৌশল নির্ধারন এবং অগ্রাধিকার বিষয়সহ  একটি ড্রাফট মাস্টার প্ল­ান প্রণয়নের কাজ সম্পন্ন করা হয়েছে। এ ড্রাফট মাস্টার প্ল­ান কন্সালটেশন সভায় আলোচনা ও মতামত গ্রহণ করে চুড়ামত্ম করা হয়েছে।

Spread the love