শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জ পৌর সভার মহিলা কাউন্সিলর পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন

Bir  Nirbachonবীরগঞ্জ প্রতিদিন : গত বৃহস্পতিবার বীরগঞ্জ পৌর সভার মহিলা কাউন্সিলর পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন। ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। নির্বাচনে বই প্রতিক নিয়ে ৯৭৭ ভোট পেয়ে মোছাঃ নার্গিস বেগম বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

বীরগঞ্জ পৌর সভার ৪,৫,৬ ওয়ার্ডে সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাকড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বীরগঞ্জ আলীয়া ফাজিল মাদ্রাসা সহ ৩টি কেন্দ্রে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোট গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ শামসুল আজম জানান, পৌর সভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড নিয়ে  গঠিত সংরক্ষিত মহিলা আসনে মোট ভোটার ৪নং ওয়ার্ডে ২হাজার ০০৬ জন, ৫নং ওয়ার্ডে ১হাজার ১ শত ১৩ জন, ৬নং ওয়ার্ডে ১হাজার ১শত জন সহ মোট ৪হাজার ২শত ১৯জন ভোটার। এদের মধ্যে ২হাজার ৬শত ০৭জন ভোটার ভোট প্রদান করেছে। বাতিল করা হয়েছে ৭৯টি ভোট।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোছাঃ নার্গিস বেগম বই প্রতিক নিয়ে ৯শ ৭৭টি ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছাঃ কোহিনুর আক্তার সেলাই মেশিন প্রতিক নিয়ে ৯৪৩টি ভোট পেয়েছেন,  মোছাঃ বকুল বেগম ফুলের টপ প্রতিক নিয়ে ৩২১টি ভোট পেয়েছেন, মোছাঃ শিমু বেগম টিউব ওয়েল প্রতিক নিয়ে ১৫৪টি ভোট পেয়েছেন, মোছাঃ জামিলা বেগম কলস প্রতিক নিয়ে ৮৪টি ভোট পেয়েছেন, মোছাঃ রওশন আরা বেগম পানপাতা প্রতিক নিয়ে ৪৩টি ভোট পেয়েছেন।

নির্বাচনে নিরাপত্তায় বিপুল সংখ্যক আনসার এবং  পুলিশ মোতায়েন ছিল। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। দুপুরে জেলা নির্বাচন অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য উক্ত আসনের পৌর কাউন্সিলর সেলিনা আক্তার উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার পর ২৫ মে উপজেলা নির্বাহী অফিসার ও রির্টার্নিং অফিসার মোঃ আবু জাফর স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১৩ এর ১০(৩) বিধি মোতাবেক পদটি শূন্য ঘোষণা করেন ও উপ-নির্বাচনের তফশীল ঘোষনা করে ভোট ২৬ জুন গ্রহনের তারিখ ঘোষণা করেন।

Spread the love