শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুশের আকা চিত্রকমের্র প্রদর্শনী

ইন্টারন্যাশনাল ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আকা চিত্রকর্ম প্রদর্শনী হবে। বিশ্বনেতাদের নিয়ে এই ছবিগুলো আকা হয়েছে। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে বুশ বলেন, তিনি হোয়াইট হাউজ ছাড়ার পর আকাআকি শুরু করেন। কারণ তিনি একজন সচল মানুষ। এ সময় বুশের সঙ্গে তার মেয়েও ছিলেন বলে বিবিসি জানিয়েছে। বুশ একটি চিত্রকর্মে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও তুলে এনেছেন। তবে পুতিনের চেহারায় কঠোরতা আরোপ করে দিয়েছেন তিনি। বুশ বলেন, তিনি পুতিন সম্পর্কে খুব ভালভাবেই জানেন। ক্রিমিয়াকে রাশিয়ার অংশ করে নেয়ার তৎপরতার বিষয়ে সরাসরি কোন মমত্মব্য না করলেও বুশ বলেন, ‘‘ভ্লাদিমির এমন একজন ব্যক্তি, যিনি অনেকভাবেই আমেরিকাকে শত্রু হিসেবে দেখতে পারেন।’’ ‘‘আমি অবশ্যই তার সেই ধারণার পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছি’’, যোগ করেন বুশ। প্রদর্শনীতে বিশ্বের ২৪ জন নেতার ওপর আকা চিত্রকর্ম স্থান পেয়েছে। এই নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে বুশ বিভিন্ন সময় সাক্ষাৎ করেছেন। ডালাসে অবস্থিত জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্টশিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামে শনিবার থেকে এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত করে দেয়ার কথা রয়েছে। এর প্রবেশমূল্য রাখা হয়েছে ১৬ মার্কিন ডলার।

Spread the love