বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃষ্টিতে বাংলাদেশ ভারতের শেষ ম্যাচ পরিত্যাক্ত

Cricetবৃষ্টি কারণে অবশেষে বাংলাদেশ ভারতের মধ্যকার সাহারা কাপ একদিনের আন্তর্জাতিক সিরিজের শেষ ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। এর আগে দ্বিতীয় ম্যাচে ১০৫ রানে বুকড হওয়ার পর এবার বাংলাদেশ সফরের শেষ ম্যাচে ৩৪.২ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১১৯ রানে করেছিল ভারত। এর পরই নামে ৩য় দফার বৃষ্টি। আগের ২ ম্যাচেও একইভাবে বৃষ্টি হানা দিয়েছিল। তবে ওই দুটি বৃষ্টি বিঘিœত ম্যাচেও রেজাল্ট হয়েছিল। ওই ম্যাচগুলো জিতে ২-০ তে সিরিজ নিশ্চিত করেছিল সফরকারীরা। ফলে আজকে ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার। অবশ্য ২য় ওয়ানডের মতো আজও বাংলাদেশের বোলাররা আবারও ভারতকে অল্পতেই আটকে ফেলেছিল প্রায়। তবে রাত ৮টার দিকে বৃষ্টি থেমে গেলেও মাঠ খেলার উপযুক্ত ছিল না। দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে তখন খেলা হলেও ২০ ওভারে ৮০ রান করতে হতো বাংলাদেশকে। আবারও দ্বিতীয় ম্যাচের পরিণতি নাকি দুর্দান্ত জয়- সে প্রশ্ন অমীমাংসিত রেখেই বাতিল হয়ে গেল তৃতীয় ও শেষ ম্যাচটি।
এর আগে আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় ভারত। ইনিংসের ১২ ওভার ৩ বল পর বৃষ্টি নামলে আড়াই ঘণ্টা খেলা বন্ধ থাকে। তারও আগে ৯ম ওভারেই বৃষ্টি নামলে সে সময় ২৫ মিনিট খেলা বন্ধ ছিল। দুইবারে প্রায় ৩ ঘণ্টা খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য নামিয়ে আনা হয়েছিল ৪০ ওভারে। এর পর ৩য় দফার বৃষ্টিতে আবারও ম্যাচের দৈর্ঘ কমানো হয়েছিল। জয়ের জন্য বাংলাদেশকে ২০ ওভারে ৮০ রান করতে হতো।
তবে শেষ ম্যাচে ভারতীয় ইনিংসের ৫ম ওভারে দলীয় ৮রানে রবিন উথাপ্পাকে ৫ রানে স্লিপে নাসির হোসেনের ক্যাচে পরিণত করেন মাশরাফি বিন মুর্তজা। ৬ষ্ঠ ওভারে দলীয় ৮ রানেই অজিঙ্কা রাহানেকেও (৩ রানে) স্লিপে নাসিরের হোসেনের ক্যাচে পরিণত করেন আল-আমিন হোসেন। ৯ম ওভারে নিজের প্রথম বলেই ১ রানে থাকা অম্বাতি রাইডুকে ফেরান তাসকিন আহমেদ। উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন রাইডু। ১০ম ওভারে ২ রানে ক্রিজে থাকা মনোজ তিওয়ারিকে স্লিপে এনামুল হকের ক্যাচে পরিণত করেন আল-আমিন হোসেন। তখন দলীয় স্কোর ছিল ১৬ রানে ৪ উইকেট।
এর পরই শুরু করেন সাবেক অল রাউন্ডার সাকিব আল হাসান। তার স্পেলের প্রথম ও ম্যাচের ১৯ ওভারে বলে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে বিদায় নেন সুরেশ রায়না। তিনিও ইনিংসের গুরুত্বপূর্ণ ২৫ রান করেন। এর জন্য ২৫ বল মোকাবেলায় তিনি ৩টি বাউন্ডারি হাঁকান। খেলার ২৫তম ওভারে ১৬ রানে ক্রিজে থাকা ঋদ্ধিমান সাহাকে তিনি বোল্ড করেন। ইনিংসের সর্বোচ্চ ২৭ রান করা চেতেশ্বারা পুজারাকেও ২৬ তম ওভারে এলবির ফাঁদে ফেলে প্যাভিলিয়নে পাঠান সাকিব। তখন দলীয় স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৯০ রান।
২৭ তম ওভারে ফির আসেন তাসকিন আহমেদ। মাত্র ১ রানেই মুশফিকের হাতে বল তুলে দেন অক্ষর প্যাটেল। এরপর দলের হাল ধরেন স্টুয়ার্ট বিনি। তবে ৩৩ তম ওভারে ১ রানে ব্যাট করা মুহিত শর্মাকে এলবির ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠান সোহাগ গাজী। এরপর মাঠে নামেন উমেষ যাদব। তখন দলীয় স্কোর ছিল ছিল ৯ উইকেটে ১১৯ রান। কিন্তু তখন তৃতীয় বারের মতো হানা দেয় বৃষ্টি। বেশ কয়েক মিনিট খেলা বন্ধ থাকে।
প্রসঙ্গত হুয়াইটওয়াশে এড়ানোর লক্ষ্যে শেষ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। জিয়াউর রহমানের জায়গায় দলে ফিরেছেন সোহাগ গাজী।

Spread the love