শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জের ধনঞ্জয়পুরে জেলার প্রথম আদিবাসী অনাথ শিশু আশ্রম উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামে জেলার প্রথম আদিবাসী অনাথ শিশু আশ্রম কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে।

সকাল ১১টায় অনাথ আশ্রম কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আশ্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ বোচাগঞ্জ শাখার সভাপতি শ্রী দুলাল চক্রবর্তী। পরে আদিবাসী অনাথ শিশু আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি ও বোচাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীরভদ্র রায়ের সভাপতিত্বে এক সুধি সমাবেশে বক্তব্য রাখেন ৬নং রনগাঁও ইউপি চেয়ারম্যান প্রান্তোষ দেবশর্ম্মা, উপজেলা আদিবাসী সমিতির সভাপতি বদন বর্ম্মন, ইএসডিও -প্রেমদীপ প্রকল্পের বোচাগঞ্জ অফিসের ম্যানাজার অরুন চন্দ্র শীল, আশ্রমের সাধারন সম্পাদক মহন সরেন, ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম। উল্লেখ্য, বোচাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীরভদ্র রায়ের ব্যক্তিগত উদ্যেগেই স্থানীয় আদিবাসী ব্যক্তিত্ব সোমাই সরেন ২৬ শতক জমি অনাথ আশ্রমে জন্য দান করলে এই আশ্রমটি চালু হয় যা দিনাজপুর জেলার একমাত্র প্রথম আদিবাসী অনাথ শিশু আশ্রম বলে জানা গেছে। প্রথম পর্যায়ে এই আশ্রমে ২০ জন অনাথ শিশু পড়া লেখা ও থাকা খাওয়ার সুযোগ পাবে।

Spread the love