শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এমপি খালিদ মাহমুদ চৌধুরীর

গত ২৯ মার্চ শনিবার দিবগত রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় বোচাগঞ্জ উপজেলার ৬নং রনগাঁও ইউনিয়নের কনুয়া পুর্বপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নীকান্ডে ১০টি কোঠার বাড়ীসহ মূল্যবান সম্পদ আগুনে পুড়ে নষ্ট হয় এবং ২টি গরূ অগ্নীদগ্ধ হয়ে মারা যায়।
জানা গেছে, ঘটনার দিন রাতে কনুয়া পূর্বপাড়া গ্রামের কলিমউদ্দীনের গোয়ালঘরের কয়েলের আগুন থেকে ঘটনার সুত্রপাত  হয় মুহুর্তে তা পার্শ্ববর্তী বাড়ীতে ছড়িয়ে পড়ে। খবর পয়ে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রূত ঘটনাস্থলে পৌছালে এলাকার মানুষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। এই অগ্নিকান্ডে কলিমউদ্দীন, আমিনুল, তছলিম, মিজান সহ বেশ কয়েকজন মানুষের বাড়ীঘর আগুনে পুড়ে যায়। আগুনে দুগ্ধ হয়ে তছলিমউদ্দীনের ১টি ও মিজানের ১টি গুরূ মারা যায়। এছাড়াও নগদ অর্থ সহ মূলবান সম্পদ পুড়ে গেছে যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে। অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এদিকে আগুন লাগার খবর পেয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী পরদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সেখানে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষের খোঁজ খবর নেন এবং সান্তনা প্রদান করেন। তিনি তাৎক্ষনিক ত্রান তহবিল থেকে প্রত্যোক পরিবারকে নগদ অর্থ, চাল ও কম্বল বিতরন করেন। ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনের জন্য পরে বাড়ীঘর মেরামতের জন্য টিন, নগদ অর্থ সহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এসময় বোচাগঞ্জ উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রউফ মন্ডল, বোচাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাফিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফসার আলী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল হাই চৌধুরী, আফজাল হোসেন নাবু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Spread the love