শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে আইপিভি ও পিসিভি নতুন টীকা সংযোজন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :  বুধবার সকাল ১১ টায় বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে সম্প্রসারিত টীকাদান কর্মসূচীর আওতায় (ইপিআই) নতুন দুটি টীকা আইপিভি (ইনএকটিভেট পোলিও ভ্যাক্সিন) ও পিসিভি (নিউমোকক্কাল নিউমোনিয়া) ভ্যাক্সিনের উদ্বোধন করা হয়েছে। ভ্যাক্সিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রৌফ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রশীদ। এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ সরল চন্দ্ররায়, আরএমও আঞ্জুমানয়ারা খানম, সাংবাদিক শামসুল আলম, ইপিআই টেকনোলোজিষ্ট শতদল শাহা, অফিস সহায়ক লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ সরল চন্দ্ররায় জানান, ইতিমধ্যে বিপিআই কর্মসূচীতে ৯টি টীকা কার্য্যক্রম চালু আছে। নতুন পিসিভি টীকার মাধ্যমে শিশুদের নিউমোনিয়া রোগ সহ মেনিনজাইটিস ও অপুষ্টি রোগে শিশু মৃত্যুর হার কমানো সম্ভব হবে। পোলিও রোগের জন্য ইতিমধ্যে ওপিভি ভ্যাক্সিন চালু থাকলেও এর পাশাপাশি নতুন আইভিপি ভ্যাক্সিন যাহা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রয়োগ করতে হয়। যার ফলে পোলিও ভাইরাস ঘটিত সকল প্রকার পোলিও মাইলাটিস রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।

Spread the love