মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোচাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বনাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী, ইএসপিকে, ইউএসডিও, আরডিআরএস বোচাগঞ্জ, কারিতাস, সুপথ, পল্লীশ্রী বোচাগঞ্জ, দীপশিখা, বহুব্রিহী, গুড নেইবার্স বাংলাদেশ ও নিবৃন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যদের অংশগ্রহনে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে ‘অগ্রগতির মূল কথা- নারী পুরুষ সমতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বোচাগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম শামসুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রউফ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর মাতা নারী নেত্রী রমিজা চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা বোচাগঞ্জ শাখার চেয়ারম্যান মোছাঃ হনুফা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুন। এছাড়াও র‌্যালী ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনি মোছা. শিউলী বেগম উপস্থিত ছিলেন। এদিকে বিভিন্ন এনজিওদের অংশগ্রহনে দিনব্যাপী নারী মেলার আয়োজন করা হয়। মেলায় ১০টি ষ্টল অংশ নেয়।

Spread the love