শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে আমন ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য নিয়ে কৃষকের সংশয়

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : চলতি আমন মৌসুমে দিনাজপুরের বোচাগঞ্জে ধানের বাম্পার ফলন হলেও ধানের নায্য মূল্য নিয়ে সংশয় প্রকাশ করেছে কৃষকরা। উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, চলতি মৌসুমে ১৬ হাজার ২৫ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও কৃষকরা লক্ষমাত্রা ছাড়িয়ে ১৬ হাজার ৫৪০ হেক্টর জমিতে আমন ধান আবাদ করেছে। এর মধ্যে ১৫ হাজার ৫৩৪ হেক্টর জমিতে উফশী, ১২০ হেক্টও জমিতে হাইব্রীড ও ৩৭১ হেক্টর জমিতে স্থ্নীয় জাতের ধান আবাদ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সফিকুল ইসলাম জানান ,সময়মত সার, বীজ ও জ্বালানী তেল সরবরাহ নিশ্চিত করায় ফসলের মাঠে বাম্পার ফলন প্রতিফলিত হ&&চ্ছ। তিনি বলেন, ব্রি-ধান ৫১ এবং ব্রি-ধান ৫২ দুটি নতুন জাত সম্প্রসারণ কার্যক্রম চলছে। এ জাতের ধান ১৪দিন পর্যন্ত পানি প্লাবিত জমিতে থাকলেও ফলনের কমতি হয়না। যে সব জমিতে আকর্স্বিক ভাবে বন্যা প্লাবিত হয় কিন্তু বেশী সময় পানি জমে থাকেনা ঐ সকল জমিতে জাত দুটি চাষ উপযোগী। বোচাগঞ্জের মাঝারী নিচু জমির জন্য জাত দুটি বালাই সহনশীল এবং অধিক ফসল উৎপাদন উপযোগী। এবিষয়ে ২নং ইশানিয়া ইউপি’র কামোর গ্রামের কৃষক মোঃ রফিকুল ইসলাম জানান, ৩ একর জমিতে আমন ধান আবাদ করেছি ফলনও বাম্পার দেখা যাচ্ছে তবে ধানের বাজার নিয়ে সংশয়ে রয়েছি। তিনি বলেন, গত বোরো মৌসুমে ধানের ন্যায্য মূল্য না পাওয়ার হতাশা এখনো আমাদের মাঝে বিরাজ করছে। আশা করছি বর্তমান কৃষক মান্ধব সরকার এ মৌসুমে ধানের ন্যায্য মূল্য নির্ধারনের মাধ্যমে গত কয়েক মৌসুমের কৃষকের সে ক্ষতি পুরন করে দেবে। এ বিষয়ে ৩নং মুর্শিদহাট ইউপি’র পরিয়ালপুর গ্রামের কৃষক মোঃ রহিদুল ইসলাম জানান, ৭ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছি ফলনও বেশ ভাল হয়েছে। বিঘা প্রতি ২৫ থেকে ২৬ মণ ধান পাওয়ার আশা করছি। কিন্তু ধানের বাজার নিয়ে সংশয়ে রয়েছি। ১নং নাফানগর ইউপির ৮নং ওয়ার্ডের কৃষক আক্তারুল জানান, ৪ বিঘা জমিতে বোরো ধান চাষাবাদ করে মাঠে আশানুরুপ ফলন দেখা যাচ্ছে। আগামী সপ্তাহে কাটামাড়া শুরু করার চিন্তা করলেও ধানের বাজার নিয়ে তিনিও সংশয় প্রকাশ করেছেন।

Spread the love