শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোচাগঞ্জে গমের বাম্পার ফলন দাম পেয়ে কৃষকরা খুশি

Whetদিনাজপুর প্রতিনিধি : চলতি ২০১৩-১৪ রবি মৌসুমে বোচাগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নে গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। বর্তমানে উপজেলার কৃষান-কৃষাণীরা গম কাটা মাড়া নিয়ে ব্যস্ত সময় পার করছে। প্রতি বস্তা গম ১৭শ থেকে ১৮শ টাকা দরে বিক্রি করায় দাম বেশী পাওয়ায় কৃষকের মুখে হাসিঁ ফুটেছে। এ বিষয়ে ৬নং রনগাও ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কৃষক আব্দুল জলিল জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী চলতি মৌসুমে ৩ একর জমিতে গম আবাদ করে বিঘা প্রতি ১২ মনের অধিক ফলন পেয়েছি। ৩নং মুর্শিদ হাট ইউনিয়নের চাপাইতোর গ্রামের কৃষক মোঃ আনোয়ার জানান চলতি মৌসুমে ৪ একর জমিতে গমের আবাদ করেছিলাম আশানুরুপ ফলন পেয়েছি। গমের বাজার মূল্য ভাল হওয়ায় বেশ লাভবান হয়েছি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে এ উপজেলায় ৪ হাজার ৩৪০ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কৃষকরা ৪ হাজার ৩৬৫ হেক্টর জমিতে প্রদীপ, বিজয়, বারী-২৫,২৬ ও ২৭ জাতের উন্নত মানের গম আবাদ করেছে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম জানান, রোগ-বালাই দমন, সঠিক সময়ে ইঁদুর দমনের উদ্দ্যেগ গ্রহন, যথা সময়ে সার, বীজ সরবরাহ এবং উচ্চ ফলনশীল জাতের গমের বীজ অধিক মাত্রায় সম্প্রসারনের ফলে কাংখিত ফলন অর্জিত হয়েছে। বর্তমানে বাজারে গমের চাহিদা থাকায় ব্যবসায়ী নগদ মুল্য দিয়ে কৃষকের কাছ থেকে বস্তা প্রতি ১৮ থেকে ১৯ টাকা গম ক্রয় করায় দাম বেশী পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

Spread the love