শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোচাগঞ্জে জেএসসি বৃত্তি ফলাফলে সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমীর সাফল্য

ফরিদ আহমেদ ফরিদ বোচাগঞ্জ (দিনাজপুর )প্রতিনিধি : ২০১৪ সালে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার বৃত্তি ফলাফলে বোচাগঞ্জ উপজেলার অহংকারের স্থানটি এবারও ধরে রেখেছেন সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমী৷

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে গত ২০১৪ শিক্ষা বছরের জেএসসি পরিক্ষায় বোচাগঞ্জ উপজেলা থেকে মোট ৫২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে৷ এর মধ্যে জেএসসি ফলাফলে সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমী দিনাজপুর জেলায় ৭ম স্থান ও বোচাগঞ্জ উপজেলায় প্রথম স্থান অধিকার করে৷ গতকাল দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে অনুষ্ঠিত জেএসসি বৃত্তি ফলাফল প্রকাশিত হয়৷ উক্ত ফলাফলে সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমী থেকে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) ২০ জনের মধ্যে ১১ জন এবং সাধারন বৃত্তি ৩৮ জনের মধ্যে ২০ জন সর্বমোট ৫৬ জনের মধ্যে ৩১ জন বৃত্তি পেয়ে প্রতিবারের মত এবারও অহংকারের স্থানটি ধরে রেখেছে৷ এছাড়াও সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে মেধাবৃত্তি ও সাধারন বৃত্তিতে সর্বমোট ১০ জন এবং সেতাবগঞ্জ চিনিকল উচ্চ বিদ্যালয় থেকে মেধাবৃত্তি ও সাধারন বৃত্তিতে সর্বমোট ০৯ জন বৃত্তি পায়৷ উপজেলার অন্যান্য সাধারণ বৃত্তি প্রাপ্ত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহ হলো- সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ০১জন, বাতাসন উচ্চ বিদ্যালয় ০১ জন, নিহালগাঁও উচ্চ বিদ্যালয় ০১ জন, মুড়িয়ালাপুলহাট উচ্চ বিদ্যালয় ০১জন, দৌলা উচ্চ বিদ্যালয় ০১ জন ও দেউর উচ্চ বিদ্যালয় ০১জন৷ উক্ত ফলাফলে সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম সন্তুষ্টি প্রকাশ করে সকলের প্রতি দোয়া কামনা করেছেন৷

Spread the love