শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোচাগঞ্জে, ডিজেল, পেট্রেল, অকটেন, সারসহ নিত্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন বলেছেন, ১৯৭১ সালে শুধু আওয়ামীলীগ নয় এদেশের সাধারণ জনগণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বলেই এদেশ স্বাধীন হয়েছে। ১৯৫২ সালে এদেশে যুবকরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বলেই ভাষা আন্দোলন হয়েছে। আওয়ামীলীগ যেন মনে না করে দেশটা শেখ হাসিনার বাপের। ষোল কোটি মানুষের দেশ, বাঙ্গালীর দেশ, এদেশকে নিয়ে যদি কেউ ছিনিবিনি খেলে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। দেশের স্বার্থে এবং দেশের জনগণের সার্থে আবারও যদি রক্ত দিতে হয় তাহলে জাতীয় পর্টি প্রস্তুত রয়েছে। আপনারা এক মুখে দুই কথা বলছেন। আপনারা বলেছেন ৭বছরে তেলে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা লাভ হয়েছে। আবার বলছেন ৭মাসে করোনা কালীন সময়ে ব্যায় হয়েছে ৮হাজার কোটি টাকা। তাহলে বাকি টাকা গেলো কোথায়, টাকা কোথায় পাঠিয়েছেন। আজকে আপনাদের সংসদ সদস্যদের গ্রেফতার করেন তাদের টাকা পাচারের ইতিহাস দেখেন, পাচার কারী সংসদ সদস্যদের তালিকা করে দেশের টাকা দেশে ফিরিয়ে আনেন বাংলাদেশ দেওলিয়া হবে না। আপনারা জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলেছিলেন এরশাদের টাকা নাকি বিদেশে আছে, বের করতে পারেননি। জাতীয় পার্টি এদেশে রাজনীতি করে আসছে এখন ও করছে তা আজ বোচাগেঞ্জর মানুষ জানিয়ে দিয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুশিয়ারী দিয়ে বলেন, অবিলম্বে সার, ডিজেল, পেট্রেল, অকটেন সহ নিত্য পণ্যের দাম না কমান তাহলে এদেশে জনগণ আপনাকে ছেড়ে দেবেনা। সময় থাকতে সুষ্ঠু নির্বাচন দিয়ে পদত্যাগ করে গদি ছেড়েদিন। আগামী দিনের রাজপথ জাতীয় পার্টির রাজপথ। জাতীয় পার্টি এদেশের মানুষকে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ শালী বাংলাদেশ উপহার দেব ইনশাল্লাহ। গত ১০ আগস্ট বুধবার বোচাগঞ্জ চৌ-রাস্তায় জাতীয় পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথাগুলো বলেন। এসময় জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Spread the love