বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোচাগঞ্জে দুই মাসের ব্যবধানে কয়েকটি দুঃসাহসিক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় মানুষের মাঝে চরম আতংক

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকা সহ বিভিন্ন গ্রামাঞ্চলে একের পর এক দুঃসাহসিক মোটর সাইকেল চুরি, গরু চুরি, ছিচকে চুরি, ছিনতাই  রহস্যজনক খুনের  ঘটনা ঘটে যাওয়ার পরও বোচাগঞ্জ থানা পুলিশের নির্লিপ্ততার কারনে একাবাসীর মাঝে চরম আতংক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ছাড়া  এলাকায় মাদকের ব্যবসা ও  জুয়া খেলার কারনে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির  চরম অবনতি ঘটছে। বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও  সেতাবগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ সম্প্রতি আইন শৃংঙ্খলা  পরিস্থিতির উন্নতি কল্পে  সভা  করার পরও অপরাধী চক্র এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা অব্যাহত রেখেছে।  জানা গেছে, গত দুই মাসে সেতাবগঞ্জ পৌর শহরের ধনতলা মাষ্টারপাড়ার বিশিষ্ট চালকল ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলামের বাড়ীর গ্রীল কেটে  একটি ১৫০ সি,সি হাংঙ্ক   মোটর সাইকেল চুরি, ধনতলা ( ঝাড়বাড়ী ) মালিপাড়ায় মেসার্স মোলস্না মাকের্টে মোবাইল ব্যবসায়ী মোঃ জামাল,  পাইলট মডেল স্কুলরোডস্থ প্রীতিু টেলিকম ও বিপ্লবের মোবাইলের দোকানে চুরি, সেতাবগঞ্জ প্রেসক্লাবের কম্পিউটার চুরি,  ইশানীয়া ইউনিয়ন তথ্য কেন্দ্রের কম্পিউটার চুরি, একই ইউপি এলাকার বৈরাগীহাটে মাসুমের হাসকিং মিলের অফিসের তালা ভেঙ্গে  ২টি কম্পিউটার চুরি, ধনতলা এলাকার দাফাদারপাড়ার বিশিষ্ট অটো রাইস মিল ব্যবসায়ী মোঃ আলতাফুর রহমানের বাড়ীর গ্রীল ভেঙ্গে ডিসকোভার-১৩৫ সি,সি মোটর সাইকেল, সেতাবগঞ্জ কলেজপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলীর ডিসকোভার-১৩৫ সি,সি মোটর সাইকেল চুরি, উপজেলা রোডস্থ পল্লী বিদ্যুৎ অফিস থেকে ২টি ট্রান্সফরমার চুরি, মুশিদহাট গ্রামের হাজীর মোড় এলাকার মুদি ব্যবসায়ী জরিফউদ্দীন, নঈমউদ্দীন ও লিয়াকত আলীর মুদির দোকান ভেঙ্গে চুরি, একই এলাকার অহিদুলের বাড়ীতে সাইকেল সহ বিভিন্ন মালামাল চুরি, সুবিদহাট ডাক্তার পাড়া বাসিন্দা সেতাবগঞ্জ কলেজের প্রভাষক মোঃ আসাদুজ্জামান আসাদের বাড়ী থেকে ২টি গরম্ন চুরি, বোচাগঞ্জ উপজেলা পরিষদ আবাসিক কোয়াটের কৃষি বিল্ডিং-এ স্কুল শিক্ষিকা মোছাঃ লীজার বাড়ীতে চুরি, শহীদপাড়ার জনৈক স্কুল পড়ুয়া ছাত্রী মোছাঃ মৌ এর স্বর্নের গলার চেইন ছিনতাই, হাসপাতাল রোডস্থ নিকুজ্ঞ আবাসিক এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মোঃ মোজাফ্ফার হোসেনের বাড়ী সংলগ্ন অফিসের গ্রীল কেটে  ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাত দল ১ টি ট্রাক ও মাইক্রোবাস যোগে পালসার ও হিরো ইসপ্লেন্ডার মোটর সাইকেল চুরি ও শহীদপাড়া মহল্লার রিক্সা চালক মকবুল হোসেনের রিক্সা চুরি,  হাট রামপুর শালবন এলাকায় অজ্ঞাত নামা এক ব্যক্তিকে খুন সহ প্রভৃতি ঘটনায় পৌরবাসী সহ বোচাগঞ্জবাসী চরম আতংক ও নিরাপত্তা হীনতায় ভুগছেন । গত দুই মাসে এতসব চুরির ঘটনা ঘটলেও বোচাগঞ্জ থানা পুলিশের রহস্য জনক ভুমিকায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব চুরির ঘটনায় এখন পর্যন্ত চুরিকৃত মালামাল উদ্ধার সহ অপরাধীদের ধরতে না পারায় বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও সেতাবগঞ্জ পৌরসভার মেয়র কর্তৃক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে  মাসিক সভা ও সুধি সমাবেশ করার পরও এলাকাবাসি কোন প্রতিকার পাচ্ছেনা।

Spread the love