শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোচাগঞ্জে বিএনপি নেতার জামিনে মুক্তি লাভ

শিক্ষক কর্মচারী ঐক্য জোটের জেলা সভাপতি,দিনাজপুর জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম গত ১৫/১০/১৫ইং বৃহস্পতিবার সন্ধায় দিনাজপুর জেলা আদালতে জামিনে মুক্তি পান। তার মুক্তিতে ফুলেল মালা দিয়ে বরণ করে নেন বিরল উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বোচাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রবিউল গনি,পৌর বিএনপির সভাপতি মোঃ জাকিউর রহমান ,পৌর বিএনপির সাধারন সম্পাদক নওশাদ আলী, বোচাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ফারুক আহম্মেদ,বোচাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোহরাব হোসেন, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক এম ওয়ালি ফ্লাড,বিএনপি নেতা সফিকুল ইসলাম,যুব নেতা সাজেদুর রহমান সুমন চৌধুরী, তরুন দলের আহবায়ক সামাউন বাসার রিপন,যুগ্ন আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ লিটন সহ জেলার দলীয় নেতৃবিন্দ। উল্লেখ্য গত ২১শে ফেব্রয়ারী রোজ শনিবার ২০দলীয় জোটের চলমান অবরোধের ৪৭তম দিনে আহুত বিএনপি নেতা কর্মীরা অমর ২১শে ফ্রেব্রয়ারিতে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ বিএনপি কর্মীদের উপর চড়াও  হয়ে বেধড়ক লাঠি পেটা করে এবং ১৩ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। সে সময় সেতাবগঞ্জ বাজার রনক্ষেত্রে পরিনত হয়। সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাধারন জনগন এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। এসময় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশের লাঠি চার্জে বিএনপি এর ২০/২৫জন নেতা/কর্মী আহত হয় এদের মধ্যে ৪জন গুরুতর আহত হয়। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মোট ৩৩জন স্থানীয় নেতাকর্মি ও অজ্ঞাতনামা ৪০/৪৫ জনকে আসামী করে বোচাগঞ্জ থানায় একটি পুলিশ বাদি মামলা রুজু করেন। বোচাগঞ্জ থানার মামলা নং-০৩ তারিখ-২১/০২/২০১৫খ্রীঃ ধারা-১৪৩/৩৪১/৩৫২/৩৫৩/৩৩২/৩৩৩/৩৪দঃবিঃ।
Spread the love